• ‘সফ্টওয়্যার ব্যবহার করে ডিলিট করা হচ্ছে কংগ্রেসের ভোটারদের নাম’, গুরুতর অভিযোগ রাহুলের
    এই সময় | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ‘ভোট চুরি’-র অভিযোগ তুলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেছিলেন, তিনি শীঘ্রই এই নিয়ে ‘হাইড্রোজেন বোমা’ ফাটাবেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ভোট চুরির অভিযোগ তুলে একের পর এক বিস্ফোরক মন্তব্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। এ দিন তাঁর নিশানায় ছিলেন দেশের চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। ভারতের গণতন্ত্রকে যাঁরা ধ্বংস করেছেন, তাঁদের রক্ষা করছেন মুখ্য নির্বাচন কমিশনার, অভিযোগ রাহুলের।

    এ দিন রাহুল গান্ধীর দাবি, ‘কর্নাটকের আলান্দ কেন্দ্রে ৬০১৮ জন ভোটারের নাম ডিলিট করার চেষ্টা করা হয়েছিল।’ লোকসভার বিরোধী দলনেতার দাবি, মূলত কংগ্রেস যে বুথগুলিতে শক্তিশালী, সেই জায়গা থেকে পরিকল্পনা করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে।

    রাহুলের অভিযোগ, ‘পদ্ধতিগত ভাবে দেশের লক্ষ লক্ষ ভোটারকে টার্গেট করা হচ্ছে। যে সমস্ত সম্প্রদায় বিরোধীদের পক্ষে ভোট দিচ্ছেন যেমন দলিত, আদিবাসী, সংখ্যালঘু, ওসিবি, তাঁদের বেশি করে নিশানা করা হচ্ছে। এই অভিযোগগুলি আমাদের কাছে আগেও ছিল। এ বার ১০০ শতাংশ প্রমাণ রয়েছে।’

    এ দিন সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘যাঁরা ভারতের গণতন্ত্রকে হত্যা করছেন , তাঁদের সুরক্ষিত রাখা বন্ধ করুন জ্ঞানেশ কুমার।’

    কর্নাটক, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশে গণহারে ভোটারদের নাম বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন এই কংগ্রেস সাংসদ। আর তা কেন্দ্রীয় ভাবে সফ্টওয়্যার ব্যবহার করে করা হয়েছে বলেও দাবি করেন তিনি। রাহুলের দাবি, এই নিয়ে তদন্ত শুরু করেছে কর্নাটকের সিআইডি। বিষয়টি নিয়ে তদন্তকারীদের তরফে নির্বাচন কমিশনের কাছে তথ্যও চাওয়া হয়েছিল। কিন্তু কমিশন কোনও তথ্য তাঁদের দেয়নি, অভিযোগ রাহুলের। এ দিন রাহুল গান্ধী দাবি করেছেন, কমিশনের ভিতর থেকেই তাঁদের সাহায্য করা হচ্ছে এবং তথ্য দেওয়া হচ্ছে। এই সাহায্য থামবে না বলেও মনে করেন তিনি।

  • Link to this news (এই সময়)