• রেল-সড়ক অবরোধ করা যাবে না, কুড়মিদের কর্মূসচি নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের
    এই সময় | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • মহালয়ার (২০ সেপ্টেম্বর) দিন থেকেই ফের রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি সমাজ। তবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, রেল অবরোধ রুখতে রাজ্য প্রশাসন ও রেল যথাযথ পদক্ষেপ করতে পারে। পুজোর মুখে যানবাহন সচল রাখতে এবং নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।

    কুড়মিদের এই অভিযানের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলার শুনানিতেই মামলাকারীরা এ দিন জানায়, এই ধরনের কর্মসূচিতে কোটি কোটি ক্ষয়ক্ষতি হয়। অবরোধের কারণে প্রতিদিন রেলের প্রায় ২১ কোটি টাকার ক্ষতি হয়।

    ২০২২ ও ২০২৩ সালেও একই ভাবে আবরোধ হয়েছিল। সে বারেও বিপুল ক্ষতি হয়েছিল রেলের। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, অবরোধের ব্যাপারে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর মাসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল, সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

    কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা-সহ একাধিক দাবি নিয়ে ২০ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালীন রেল টেকা ও ডহর ছেঁকা আন্দোলনে নামার ডাক দেওয়া হয়। কুড়মি সমাজের তরফে জানানো হয়, বাংলা, ঝাড়খণ্ড, ওডিশা মিলিয়ে তিন রাজ্যের ১০০টি পয়েন্টে রেল ও সড়ক অবরোধ হবে। এর মধ্যে জঙ্গলমহলের পুরুলিয়া, ঝাড়গ্রাম-মেদিনীপুর এলাকায় রেল ও সড়ক অবরোধের পয়েন্ট রয়েছে প্রায় ৪৫ টি।

  • Link to this news (এই সময়)