ভোট চোরদের রক্ষা করছেন সিইসি, জ্ঞানেশ কুমারকে নিশানা রাহুলের
আজকাল | ১৮ সেপ্টেম্বর ২০২৫
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: ভোট চুরি ইস্যুতে ফের সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অভিযোগ করলেন, মুখ্য নির্বাচন কমিশনার ভোট চোরদের রক্ষা করছেন। যে চোররা দেশের গনতন্ত্রকে ধ্বংস করছে। সিস্টেমেটিক ভাবে ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। ১০০ শতাংশ প্রমাণ নিয়ে কথা বলছি, এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার ইন্দিরা ভবনে সাংবাদিক বৈঠক করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ভোট চুরির পর্দা ফাঁস করেন লোকসভার বিরোধী দলনেতা।
কর্ণাটকের মহাদেবপুরায় ‘ভোট চুরির’ পর্দা ফাঁস করেছিলেন। সেটাকে ‘অ্যাটমবোম’ বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন ফের জানিয়েছেন, শিগগিরই ফাটাবেন হাইড্রোজেন বোম! ভোটার অধিকার যাত্রায় শেষ দিনে পাটনায় দাঁড়িয়ে রাহুল হুঁশিয়ারি দিয়েছিলেন হাইড্রোজেন বোম ফাটানোর।
এদিন কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের উদাহরণ দিয়ে জানান, সেখানে ৬০১৮ ভোটার বাদ পড়েছে। কাকতালীয়ভাবে সেটা ধরা পড়ে গিয়েছে। জালিয়াতি তখনই প্রকাশ পায় যখন একজন বুথ-স্তরের আধিকারিক জানতে পারেন যে তাঁর নিজের কাকার ভোটও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
রাহুলের দাবি, পরিকল্পনামাফিক নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কোথাও আবার অবৈধ ভাবে ভোটারদের নাম ঢোকানো হচ্ছে। এই প্রসঙ্গে কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের উদাহরণ দেন তিনি। ওই কেন্দ্রে অন্তত ৬০১৮ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন রাহুল।
লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, মূলত কংগ্রেস যে বুথগুলিতে শক্তিশালী, সেখানেই পরিকল্পনা করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আলন্দ বুথ স্তরের আধিকারিকের ( বিএলও) আত্মীয়ের নাম বাদ পড়ায় সন্দেহ হয়। তিনি খোঁজ নেন এবং জানতে পারেন, প্রতিবেশী একাজ করেছেন। সেখানে গিয়ে বিএলও জানতে পারেন, আদতে নাম বাদ দেওয়া নিয়ে প্রতিবেশী জানেন না কিছুই।
রাহুল দাবি করেছেন, কংগ্রেসের ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। কল সেন্টার, সফটওয়ার ব্যবহার করে নাম বাদ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সফটওয়ারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তথ্য প্রমাণ দিয়ে রাহুল দেখিয়েছেন, একাজ ভিন্ন রাজ্যের মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। বাছাই করে বিরোধীদের ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ রাহুলের।
গোদাবাই নামের এক মহিলার নামে বাদ দেওয়া হয় ১২ জন ভোটার! রাহুল দাবি করেছেন, সূর্য কান্ত নামের এক ব্যক্তির নামে ১২ জনের নাম মুছে দেওয়া হয়েছে। অথচ তিনি জানেন না কিছুই! ১৪ মিনিটে ১২ জনের নাম মুছে দেওয়া হয়েছে। তথ্য দেখিয়ে রাহুল দাবি করেছন, ভোর রাতে নাগরাজ নামে এক ব্যক্তি ৩৬ সেকেন্ডে ২ জনের নাম মুছে দিয়েছেন। কেন্দ্রীয়ভাবে এসব করা হচ্ছে, দাবি রাহুলের।
কংগ্রেসের অভিযোগ, শীর্ষ ১০ টি বুথ কংগ্রেসের সমর্থকদের ভোট বাদ দেওয়া হয়েছে। যেখানে ১০ এর মধ্যে ৮ বুথে জয়ী হয়েছিল কংগ্রেস। কর্ণাটক সিআইডি নির্বাচন কমিশনকে ১৮ মাসে ১৮ টি চিঠি দেয়। কিন্তু কমিশন কোনও তথ্য দেয়নি। সিআইডির তরফে চাওয়া হয় ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন পোর্ট, ওটিপি ট্রেইলস। কিন্তু এখনও দেয়নি কমিশন। বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ করেন রাহুল গান্ধী। কংগ্রেসকে হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটকে এইভাবে ভোট চুরি হয়েছে। মহারাষ্ট্রের রাজৌরায় ভুয়ো নাম তোলা হয়েছে। ঠিকানা সস্তা! নাম 'YUH UQJJ ।'
রাহুলের দাবি, 'জ্ঞানেশ কুমার ভোট চোরদের রক্ষা করা বন্ধ করুন। এক সপ্তাহের মধ্যে কর্ণাটকের সিআইডিকে সমস্ত তথ্য প্রমাণ দিক। আর সেটা না হলে দেশের মানুষ বুঝবে আপনি ভোট চোরদের রক্ষা করছেন।' এদিন রাহুল দাবি করেছেন, কমিশনের ভেতর থেকেও এখন তাঁদের কাছে খবর আসতে শুরু করেছে।