সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর চেয়েও বেতন কম মোদির! অন্যান্য রাষ্ট্রপ্রধানদের আয় কত?
আজকাল | ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার, ১৭ সেপ্টেম্বর ৭৫ বছর পূরণ করছেন। গোটা দেশ যখন তাঁর জন্মদিন উদযাপন করছে, তখন অনেকেই তাঁর সম্পদ, বেতন এবং শিক্ষাগত যোগ্যতার মতো ব্যক্তিগত তথ্য সম্পর্কেও আগ্রহী। বিশ্ব নেতাদের বেতনের দিকে নজর দিলে আমাদের প্রধানমন্ত্রী এবং অন্যদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১.৬৬ লক্ষ টাকা। যার মধ্যে তাঁর মূল বেতন ৫০,০০০ টাকা, অতিরিক্ত ভাতা ৩,০০০ টাকা, দৈনিক ভাতা ৬২,০০০ টাকা এবং সাংসদ ভাতা ৪৫,০০০ টাকা। ১৩ মে, ২০২৪ তারিখ পর্যন্ত তাঁর এসবিআই-এর সেভিংস অ্যাকাউন্টে প্রায় ৮০,০০০ টাকা জমা ছিল। গত নির্বাচনী হলফনামা অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদি বাড়িতে মাত্র ৫২,৯২০ টাকা নগদ রেখেছিলেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে তাঁর জাতীয় সঞ্চয় শংসাপত্র (NSC) অ্যাকাউন্টে ৯.১২ লক্ষ টাকার বিনিয়োগ (সঞ্চিত সুদ সহ) ছিল। গুজরাটে জন্মগ্রহণকারী এই রাজনীতিবিদের এসবিআই-তে ২.৮৫ কোটি টাকার এফডিও রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর বেতন
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেতন ৬১৭,০০০ ডলার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ ৬২২,০০০ ডলার বেতন পান। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং সর্বোচ্চ বেতনভোগী রাষ্ট্রপ্রধান। তিনি গত বছর ২.২ মিলিয়ন সিঙ্গাপুর ডলার (২.৫ মিলিয়ন ডলার) আয় করেছেন।
হংকংয়ের প্রধানমন্ত্রী জন লি বার্ষিক প্রায় ৫.৬ মিলিয়ন হংকং ডলার (প্রায় ১.১ মিলিয়ন ডলার) আয় করেন। একইভাবে, সুইস রাষ্ট্রপতি, যিনি এক বছরের জন্য পালাক্রমে দায়িত্ব পালন করেন, ২০২৪ সালে প্রায় ৪৫৯,৬৮৮ সুইস ফ্রাঙ্ক (প্রায় ৮৭৭,১০১ ডলার) বেতন পেয়েছিলেন।
অন্যান্য দেশের প্রধানদের তুলনায় মোদির বেতন অনেক কম। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই বছর প্রায় ৪২২,০০০ কানাডিয়ান ডলার আয় করবেন বলে আশা করা হচ্ছে। যেখানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনকে ৪৭৪,০০০ মার্কিন ডলাপ বেতন করা হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই বছর ১৭৪,৭১১ পাউন্ড (৩৬৫,৩৪৪ মার্কিন ডলার)-এর বেশি আয় করবেন বলে আশা করা হচ্ছে। ইউরোপ জুড়ে, সরকার প্রধানদের বেতন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ১৮২,০০০ পাউন্ড (৩২৪,১৮৩ মার্কিন ডলার) এবং ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ১,৪৫৮,০০০ ক্রোন (৩৪৮,৩৭০ মার্কিন ডলার) বেতন পান।
৩১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত তাঁর ঘোষিত সম্পদ অনুযায়ী, মোদি সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন ব্যাংক ফিক্সড ডিপোজিট (এফডি) এবং জাতীয় সঞ্চয় শংসাপত্রে (এনএসসি)। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৪৩ লক্ষ টাকা। এক বছর আগে যা ছিল ৩ কোটি ২ লক্ষ টাকা। ২০১৯ সালের সাধারণ নির্বাচনের সময় এটি ছিল আড়াই কোটি টাকা। তাঁর হাতে নগদ ৫৯ হাজার ৯২০ টাকা রয়েছে।
প্রধানমন্ত্রী মোদীর সম্পদ কত বেড়েছে?
২০১৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী মোদি তাঁর সম্পদের পরিমাণ ১ কোটি ৬৫ লক্ষ টাকা ঘোষণা করেছিলেন। ২০১৯ সালের নির্বাচনে তা বেড়ে দাঁড়িয়েছিল আড়াই কোটি টাকা। ২০২৪ সালে দাখিল করা হলফনামা অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২ লক্ষ টাকায়। এখন তার মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৪৩ লক্ষ ৬৯ হাজার ৫১৭ টাকা। এর অর্থ হল গত ১১ বছরে তাঁর সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং মাত্র এক বছরে ৪৩ লক্ষ টাকা বেড়েছে।