ফুচকা খেয়েই বিপত্তি! অসুস্থ হয়ে পড়লেন বহু মানুষ, ভর্তি হতে হল হাসপাতালে...
আজকাল | ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারে ফুচকার টক জল দেখলে জিভে জল আসে না এমন মানুষ কমই আছে ৷ এবার সেই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রায় ৩৫ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফুচকায় বিষক্রিয়ার জেরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থদের প্রত্যেকের বাড়ি চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়ায়। এক ব্যক্তি ওই এলাকায় ফুচকা বিক্রি করতে আসেন। সেই দোকানেই সবাই ফুচকা খেয়েছিলেন। তার কয়েক ঘণ্টা পর প্রত্যেকের পেটে ব্যথা, পায়খানা–বমি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তখনই ফুচকা খাওয়ার প্রসঙ্গ উঠে আসে।
তড়িঘড়ি আহতদের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ৩৫ জনের মধ্যে ১৩ জনের হাসপাতালে চিকিৎসা চলছে। বাকিরা গ্রামে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের ধারণা ফুচকার জলে বিষক্রিয়া হওয়ার থেকেই এই ঘটনা ঘটতে পারে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেড়েছে উদ্বেগ। স্থানীয়দের দাবি, শুধু ওই গ্রাম নয়, পাশের একটি গ্রামের অবস্থাও কার্যত একই। অসুস্থ অনেক বাসিন্দা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে।
পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘প্রাথমিক অনুমান খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। আপাতত ১৩ জন ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে সকলেই স্থিতিশীল। নমুনা সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’