• পুজোর আগে কলকাতার বাজারে ঢুকে পড়ল পদ্মার ইলিশ, কত দামে বিক্রি হচ্ছে? ...
    আজকাল | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। বুধবার বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল স্থল বন্দরে। সেখান থেকে ওইদিন রাতেই হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে নিয়ে আসা হয় মাছ। বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ার এই বাজারে খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেন। 

    দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। সেই উপহারের অঙ্গ হিসেবে এদিন প্রথম গাড়িগুলিতে ৫০ মেট্রিক টন ইলিশ হাওড়ার মাছ বাজারে আসে। খুশি মাছ ব্যবসায়ীরা। ৮০০ গ্রাম থেকে ১ কিলো সাইজের ইলিশ মাছ এসেছে বলে খবর। এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে তা বিক্রি হবে। হাওড়া পাইকারি মাছ বাজারে এদিন পদ্মার ইলিশ বিক্রি হয়েছে ১,৫০০-১,৭০০ টাকা কেজি হিসাবে। 

    সম্প্রতি বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছিল, শারদোৎসবের আগেই ভারতে পদ্মার ইলিশ পাঠানো হবে। এর পরেই কলকাতায় পদ্মার ইলিশ কবে আসছে সেই ব্যাপারে তার খোঁজ নিতে শুরু করেন ক্রেতারা। বুধবার গভীর রাতে ইলিশ এসে পৌঁছয় হাওড়ায়। ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে ইলিশ আমদানির পরিমাণ বাড়বে। সব মিলিয়ে ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতে আসার কথা।

    ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা থাকলেও দুর্গাপুজোর সময়ে ভারতে বাংলাদেশের ইলিশ রপ্তনি হয়ে আসছে গত বেশ কয়েক বছর ধরে। গত বছর পুজোর মরসুমে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক ২,৪২০ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিলেও পাঠানো হয়েছিল মাত্র ৫৭৭ টন। এবছর আরও কমিয়ে ১,২০০ টন রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (ভারতীয় মুদ্রায় ১০৫৭ টাকা) রপ্তানি করা হবে বলে জানানো হয়েছে পদ্মাপারের দেশ থেকে। এবার দেখার বিষয় শেষপর্যন্ত কত পরিমান ইলিশ বাংলাদেশ থেকে এবছর ভারতে পাঠানো হয়। পাশাপাশি এই প্রশ্নটাও উঠছে, খুচরো বাজারে কতজন সাধারণ ক্রেতার পক্ষে এই ইলিশ কেনা সম্ভব হবে?
  • Link to this news (আজকাল)