• সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে চতুর্থ ন্যাশনাল মিডিয়া কনক্লেভের উদ্বোধন, তিন দিনে উঠে আসবে শতাধিক গবেষণাপত্র...
    আজকাল | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (SNU) সাংবাদিকতা ও মাস কমিউনিকেশন বিভাগ আয়োজিত চতুর্থ ন্যাশনাল মিডিয়া কনক্লেভ আজ থেকে শুরু হল। পূর্ব ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ এই অ্যাকাডেমিক আয়োজন তিন দিন ধরে চলবে। যেখানে শতাধিক গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনার মাধ্যমে সমকালীন গণমাধ্যম গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।

    এবারের কনক্লেভের মূল প্রতিপাদ্য “Representing the Unseen: India at the Margins and Media”। আলোচনায় থাকবে সমাজ ও সংস্কৃতির সেই প্রান্তিক অংশ যাদের অভিজ্ঞতা, সংস্কৃতি বা কণ্ঠস্বর মূলধারার আলোচনায় প্রায়শই অদৃশ্য থেকে যায়। 

    এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর (ড.) শঙ্কু বোস, প্রো-চ্যান্সেলর প্রফেসর (ড.) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য— মমতা রানি আগরওয়াল (অতিরিক্ত সচিব, AIU), জয়ন্ত ঘোষাল (কনসালটিং এডিটর, NDTV), প্রফেসর কে.জি. সুরেশ (ডিরেক্টর, ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টার), প্রাক্তন আইপিএস রিশিরাজ সিং, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর প্রমুখ।

    কনক্লেভের সভাপতি ও SNU-র মিডিয়া, মাস কমিউনিকেশন, ফাইন আর্টস, ডিজাইন ও ড্রামা স্কুলের ডিন ড. মিনাল পারিক বলেন, “এটি শুধু গবেষণাপত্র উপস্থাপনার মঞ্চ নয়; বরং আমাদের ছাত্রছাত্রীরা এখানে প্রত্যক্ষ করবে উচ্চমানের গবেষণা, সমালোচনামূলক চিন্তা এবং দেশের-বিদেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে প্রত্যক্ষ আলাপ আলোচনা।"

    এবারের কনক্লেভে আন্তর্জাতিক অংশীদার হিসেবে যুক্ত হয়েছে International Association for Media and Communication Research (IAMCR)-এর Gender and Communication Wing এবং International Communication Association (ICA)। ফলে এই আলোচনাগুলি শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক অ্যাকাডেমিক পরিসরের সঙ্গেও যুক্ত হবে।

    কনক্লেভের আহ্বায়ক অধ্যাপক অরিন্দম বসু জানান, মাত্র চার বছর আগে ৪০টি প্রবন্ধ দিয়ে শুরু হলেও আজ এটি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ গণমাধ্যম বিষয়ক অ্যাকাডেমিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

    আলোচনার মূল ধারা-

    প্রথম দিন: “Unrepresented India: Lives on the Margins through Various Mass Media” শীর্ষক অধিবেশন। আলোচনায় উঠে আসে মিডিয়ায় স্টেরিওটাইপ, পোস্ট-প্রোডাকশনের নান্দনিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মিডিয়া সাম্রাজ্যবাদের মতো বিষয়।

    দ্বিতীয় দিন: “What Communication Truly Includes the Marginalised in Mainstream Discussions?”— আলোচনায় থাকবে সোশ্যাল মিডিয়ায় বৈষম্য, প্রতিবন্ধকতা ও ডিজিটাল স্টোরিটেলিং-এর ক্ষমতায়ন, এবং দলিত নারীর মিডিয়া প্রতিফলন। অপর একটি অধিবেশনে আলোচিত হবে “Popular Culture’s Straightjacketing of Indigenous Life”।

    তৃতীয় দিন: “The Reality of Being Marginalised”— আলোচনার বিষয়বস্তু: উপজাতি কণ্ঠের ডিজিটাল সংগ্রাম, লোককথার প্রতিরোধ, চলচ্চিত্রে জেন্ডার স্টেরিওটাইপ এবং অ্যালগরিদম নিয়ে উদাসীনতা। ICA ও IAMCR-এর নেতৃত্বে বিশেষ অধিবেশনগুলো আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে যুক্ত করবে জাতীয় আলোচনায়।

    ২০ সেপ্টেম্বর অনুষ্ঠান শেষের অধিবেশনে উপস্থিত থাকবেন দূরদর্শনের সম্পাদক-অ্যাঙ্কর অশোক শ্রীবাস্তব এবং সুরেন্দ্রনাথ কলেজের সাংবাদিকতা ও মাস কমিউনিকেশন বিভাগের প্রধান ড. উমাশঙ্কর পাণ্ডে। এরপর প্রদর্শিত হবে সচিন ধীরজ পরিচালিত প্রামাণ্যচিত্র “Testimony of Ana” এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

    এবারের কনক্লেভে সাইবারপিস ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নৈতিকতার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরছে। পাশাপাশি, গ্রুভিং কলকাতা যুবসমাজকে কেন্দ্র করে সাংস্কৃতিক ও রান্নাবান্নার উপস্থাপনা যোগ করেছে। শপার্স স্টপের সেলফি-বুথও বিশেষ আকর্ষণ।

    সব মিলিয়ে এই তিন দিনের ন্যাশনাল মিডিয়া কনক্লেভ পূর্ব ভারতে এক অনন্য অ্যাকাডেমিক, সাংস্কৃতিক ও গবেষণাভিত্তিক মেলবন্ধন তৈরি করেছে। যা ভবিষ্যতের গণমাধ্যম চর্চায় দিকনির্দেশক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)