৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি, পুজোর আগে আর কতদিন?
আজ তক | ১৮ সেপ্টেম্বর ২০২৫
পুজোর মাত্র এক সপ্তাহেরও কম সময় রয়েছে। জোরকদমে চলছে প্রস্তুতি। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা ভারী বর্ষণ চলছে, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলছে। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এ কারণে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে। শুক্রবার দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলবে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। ওই পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি থাকবে।
কলকাতার আবহাওয়া বৃহস্পতিবার ছিল আংশিকভাবে মৃদু উষ্ণ। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম।