• SSC র গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ প্রক্রিয়া পিছোল, কবে থেকে শুরু আবেদন?
    আজ তক | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশন (SSC) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়ায় নতুন ঘোষণা দিয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার পর গ্রুপ সি, গ্রুপ ডি পদে অনলাইনে আবেদন নেওয়ার কথা থাকলেও তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

    এসএসসি সূত্রে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন একটি নোটিশ জারি করে আবেদন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার বিষয়টি জানিয়েছে।

    সূত্রের খবর, পুজোর পরেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। যদিও কিছুদিন আগে এসএসসি ১৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণের কথা জানিয়েছিল, এখন সেই সময়সীমা কার্যকর হচ্ছে না।

    উল্লেখ্য, আদালতের রায়ে বহু কর্মীকে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়েছিল। গ্রুপ সি পদে মোট ২৯৮৯টি শূন্যপদ এবং গ্রুপ ডি পদে ৫৪৮৪টি শূন্যপদ রয়েছে।

    SSC-র এই পদক্ষেপ শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীকে পূর্বপরিকল্পনা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলেছে। নিয়োগপ্রক্রিয়ার সঠিক শুরুর তারিখ জানানো হয়নি, তবে পুজোর পর আবেদন শুরু হবে বলে সূত্রের খবর।

     
  • Link to this news (আজ তক)