উত্তরাখণ্ডের চামোলিতে ফের ধস! ভেসে গেল বাড়ি, নিখোঁজ কমপক্ষে ৭
বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
১৮ সেপ্টেম্বর, চামোলি: উত্তর ভারতে প্রাকৃতিক বিপর্যয় অব্যাহত। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহেও একের পর এক মেঘভাঙা বৃষ্টির জেরে আতঙ্কিত উত্তর ভারতের বাসিন্দারা। বুধবার রাতে বিপর্যয়ের কবলে পড়ল উত্তরাখণ্ডের চামোলি জেলা। মেঘভাঙা বৃষ্টির জেরে চামোলির নন্দ নগরে নিখোঁজ ৭ জন। পাশাপাশি ভেসে গিয়েছে কমপক্ষে ৬টি বাড়িও!স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে প্রবল বৃষ্টির জেরে ওই এলাকায় হঠাৎ ধস নামে। মুহূর্তের মধ্যে কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় ছ’টি বিল্ডিং। আপাতত নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে এসডিআরএফ ও এনডিআরএফকেও। সূত্রের দাবি, ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধারও করা সম্ভব হয়েছে।সরকারি ভাবে জানানো হয়েছে, ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে তিনটি অ্যাম্বুল্যান্স সহ একটি মেডিক্যাল টিমও। তবে বৃষ্টি এখনও অব্যাহত থাকায় উদ্ধারকার্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আশঙ্কা বৃদ্ধি করে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনও চামোলি সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়দের দাবি, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকতে পারে। তবে জোর কদমে কাজ করছে উদ্ধারকারী দল।অন্যদিকে, পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসনও। দেরাদুন, চামোলি, চম্পাবত, উদ্যম সিং নগর ও পিথোরাগড় জেলায় ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা রুখতে সতর্ক করা হয়েছে বাসিন্দাদেরও।