‘হাইজ্যাক করা হচ্ছে’, ফের ভোটচুরি নিয়ে কমিশনকেই নিশানা রাহুলের
বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
১৮ সেপ্টেম্বর, নয়াদিল্লি: আবারও ভোটচুরি নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। ফের একবার ভোট চুরির অভিযোগ তুলে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকেই আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর দাবি ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়ার খেলা হয়েছে কর্ণাটকে। এই 'চুরি'-তে গেরুয়া শিবিরকে নির্বাচন কমিশন মদত দিয়েছে বলেও অভিযোগ রাহুলের।রাগার দাবি, সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। ইচ্ছাকৃত ভাবে এক্ষেত্রে কংগ্রেস এবং বিরোধীদের সমর্থক, গরিব ও দলিত ভোটারের নামই বেশি বাদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন রাহুল। নিজের দাবির সপক্ষে সাংবাদিক বৈঠকে একাধিক সাক্ষ্য প্রমাণও দেন তিনি। তাঁর দাবি ৬০১৮টি ভোট ‘হাইজ্যাক’ করা হয়েছে।নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুলের অভিযোগ, “দেশে স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের বিষয়টি সুনিশ্চিত করার বদলে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। যাঁরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করার চেষ্টা করছেন, তাঁদের রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।” সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে রাহুল বলেন, “জ্ঞানেশ কুমারজি ভোট চুরিকে রক্ষা করছেন। এটা নিয়ে এখন আর কোনও সংশয় নেই।”