উত্তরবঙ্গে লালমাটির দুর্গা! মহালয়ার ভোরেই অষ্টমের ছাত্রীর হাতে চক্ষুদান দেবীর
বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ছোট থেকেই ছবি আঁকার শখ। এতদিন খাতার পাতায় মা দুর্গার ছবি এঁকে মহালয়ায় চক্ষুদান করত জলপাইগুড়ির আরোহি। তবে এবার সে চেয়েছিল মাটির দুর্গা প্রতিমা গড়তে। আর মেয়ের এই ইচ্ছেকে প্রশ্রয় দেন জলপাইগুড়ি শহরের সেনপাড়ার বাসিন্দা স্কুল শিক্ষিকা সায়ন্তনী মিত্র (শর্মা)। অষ্টম শ্রেণির ছাত্রী আরোহির শখ ছিল, লালমাটির দুর্গা বানাবে। উত্তরবঙ্গে লালমাটি পাওয়া সম্ভব নয়। সেকারণে অনলাইনে অর্ডার দিয়ে লালমাটি কিনে তা দিয়েই এক ফুটের দুর্গা বানিয়েছে ওই স্কুল ছাত্রী। মাটির সঙ্গে প্রতিমা তৈরিতে সে ব্যবহার করেছে ক্লে, ফেব্রিক। মহালয়ার ভোরে চক্ষুদান হবে দশভূজার।প্রতিবেশীরা বলছেন, আরোহির হাতের কাজ এতটাই সূক্ষ্ম, যে কোনও অভিজ্ঞ প্রতিমাশিল্পীর সঙ্গেও তার ছোট্ট প্রতিমা টক্কর দিতে পারে। পড়াশোনার ফাঁকে সকাল-বিকেল সময় বের করে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে সে। একটু একটু করে পূর্ণতা পাচ্ছে মা দুর্গার মূর্তি। অনেকেই তার তৈরি প্রতিমা দেখতে আসছেন। আরোহির ইচ্ছে, তার হাতে গড়া প্রতিমা পুজো মণ্ডপে স্থান পাক। না হলে বাড়িতে নিজেই ওই প্রতিমার পুজো করবে সে।আরোহির মা বলেন, “তিন বছর বয়স থেকে আঁকা শেখা শুরু করে মেয়ে। ছবি এঁকে অনেক পুরস্কার পেয়েছে সে। মেয়ের অনেকদিনের শখ ছিল, মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানাবে। ওর ইচ্ছেকে বাস্তবায়িত করতে সাহায্য করি। মেয়ের ইচ্ছে ছিল, লালমাটি দিয়ে দুর্গা বানাবে। অনলাইনে অর্ডার দিয়ে লালমাটি আনানো হয়েছে। পড়াশোনার ফাঁকে সেই মাটি দিয়ে ও দুর্গা মূর্তি বানিয়েছে। অনেকেই মেয়ের হাতে তৈরি প্রতিমা দেখতে আসছেন। হাতের কাজের প্রশংসা করছেন। বড় হয়ে শিল্পকলা নিয়ে পড়ার ইচ্ছে মেয়ের। ওর ইচ্ছেপূরণে চেষ্টা করব।”