• শহর সংলগ্ন এলাকায় টোটো চালকদের নম্বর প্লেট দেওয়া শুরু করল ময়নাগুড়ি পুরসভা
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহর সংলগ্ন এলাকার টোটো চালকদের মধ্যে নম্বর প্লেট বিতরণ শুরু ময়নাগুড়ি পুরসভা। ০০০১ থেকে শুরু হয়েছে নম্বর প্লেট। মোট ৩৮৩ জন টোটো চালকদের মধ্যে এই নম্বর প্লেট বিতরণ হবে।পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী বলেন, “ময়নাগুড়ি যখন পুরসভায় রূপান্তরিত হয় তখন বেশ কিছু গ্রামীণ এলাকার অংশ পুরসভায় অন্তভূক্ত হয়েছে। সেই টোটো চালকেরা শহরে টোটো চালান। তাদের নম্বর প্লেট দেওয়া হচ্ছে।”উল্লেখ্য বিষয় হল, ময়নাগুড়ি শহরে নম্বরবিহীন টোটো চালানো নিষিদ্ধ করেছে পুরসভা। অতিরিক্ত টোটোর উৎপাত ঠেকাতেই এ রাস্তায় হেঁটেছে প্রশাসন। সেই কারণেই ধীরে ধীরে কিছু টোটোকে নম্বর দেওয়া হচ্ছে। বেআইনি টোটো রুখতে ধীরে ধীরে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ।
  • Link to this news (বর্তমান)