বাংলাদেশ থেকে আরও ৫০ টন ইলিশ মাছ পৌঁছল কলকাতার বাজারে
দৈনিক স্টেটসম্যান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
দুর্গাপুজোর ঠিক আগে, বাংলাদেশের পদ্মা নদী থেকে ইলিশ মাছ এসে পৌঁছেছে কলকাতার বাজারে। বুধবার রাতে বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে মাছভর্তি ট্রাক। প্রথম দফায় ৫০ মেট্রিক টন ইলিশ মাছ কলকাতার বাজারে এসেছে। পরবর্তী সময়ে আরও ৫০ মেট্রিক টন মাছ পৌঁছানোর পর, বৃহস্পতিবার সকালে কলকাতা ও হাওড়ার মাছ ব্যবসায়ীরা নিলামে অংশ নেন। নিলামে কেনা হয় পদ্মার বিখ্যাত ইলিশ মাছ।
এই বছর শারদোৎসবের আগে বাংলাদেশ ভারতে ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই ঘোষণার পরেই কলকাতার বাজারে ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছিল, পুজোর আগে ভারতে পদ্মার ইলিশ পাঠানো হবে। সেই অনুযায়ী, বুধবার রাতে ১০টি ট্রাক কলকাতায় পৌঁছায়। এই বছরের জন্য ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে আসবে বলে জানানো হয়েছে।
মৎস্য ব্যবসায়ীরা জানান, প্রথমদিকে কলকাতার বাজারে ইলিশের কেজি ১৬০০ থেকে ১৭০০ টাকায় বিক্রি হতে পারে, তবে চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে। বর্তমানে পদ্মার ইলিশের প্রতি কেজির মূল্য ১২ ডলারের আশপাশে (ভারতীয় মুদ্রায় ১০৫৭ টাকা)। ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে ইলিশ আমদানির পরিমাণ বাড়বে। সব মিলিয়ে ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতে আসার কথা।
উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশের জাতীয় রপ্তানি নীতির অধীনে শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে, ২০১৯ সাল থেকে প্রথমবারের মতো বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। সেই থেকে, প্রতি বছর দুর্গাপুজোর সময়ে ইলিশ রপ্তানি হতে থাকে। গত বছর, বাংলাদেশের সরকার প্রায় ২,৪২০ টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এবার রপ্তানি ১,২০০ টনে সীমিত করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, প্রতি বছর পুজোর আগেই বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বাংলাদেশের মৎস্য শিল্প উপকৃত হয় এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারও ব্যবসায়ীরা আশা করছেন, পুজোর আগে আরও বড় পরিসরে ইলিশ মাছের আমদানি হতে পারে, যা কলকাতার পাশাপাশি হাওড়া এবং দক্ষিণবঙ্গের অন্যান্য শহরের বাজারেও পাওয়া যাবে।