• দুই নাবালিকা নিখোঁজের দু’দিন পর উদ্ধার
    দৈনিক স্টেটসম্যান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • মোবাইলের রিল করার মতো নেশায় আসক্ত হয়ে পড়ছে একেবারে ছোটরা। এর বড়ো প্রমাণ মিললো পূর্ব বর্ধমানে। দুই কিশোরী ওই নেশায় পড়ে নিখোঁজ হয়ে যায়। সম্পর্কে দুই বোনের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে রীতিমত হৈচৈ পড়ে যায়। একজনের বাড়ি ভাতার এলাকায় হলেও অন্যজনের বাড়ি কাটোয়ার কেতুগ্রামে। পরে অবশ্য পুলিশের চেষ্টায় তাদের উদ্ধার করা সম্ভব হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, অষ্টম এবং দশম শ্রেনীর দুই নাবালিকা ছাত্রী হঠাৎ বাড়ির লোকজনকে সেভাবে কোনও কিছু না জানিয়েই বের হয়ে যায়। একজনের বাড়ি কাটোয়ার কেতুগ্রামে আর অন্যজনের বাড়ি ভাতারে। ওই দুই কিশোরী সম্পর্কে মাসতুতো বোন। বাড়ি থেকে বের হয়ে রিল বানানোর পরিকল্পনা করে। এর জন্য বাড়ি থেকে একটি স্কুটি করেই বের হয়। রিলের নেশায় বুঁদ হয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরছিলো। অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের দেখা পাওয়া যায়নি। এর পরে ভাতার থানায় নিখোঁজ ডাইরি করা হয়। পুলিশও তাদের সন্ধানে বের হয়ে সন্ধ্যান করতে পারেনি।

    এর পর পুলিশ টাওয়ার লোকেশন ট্রাক করে একটি গ্রাম থেকে তাদের উদ্ধার করে। পুলিশ সূত্রেই জানা গেছে দীর্ঘ দিন ধরে তারা মোবাইলে রিল করার নেশায় মেতে ওঠে। এর জন্য দুজনে মিলে এবার বেশ কয়েকদিন একজনের বাড়িতে একসঙ্গে কাটায়। তারপর রবিবার গুসকরা যাচ্ছি বলে ঘর থেকে দুজনেই বের হয়ে যায়। একদিন কেটে যাবার পরেও তারা বাড়ি না আসায় পরিবারের লোকজন ভাতার থানায় নিখোঁজ ডাইরি করে। পরে তাঁদের নানাভাবে চেষ্টার পরে পুলিশ উদ্ধার করতে পারে। উদ্ধারের পর দুই ছাত্রী অবশ্য রিল করার বিষয়টি স্বীকার করেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)