যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঝোপঝাড় পরিষ্কার করার নির্দেশ
দৈনিক স্টেটসম্যান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
গত ১১ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঝিল থেকে অনামিকা মন্ডল নামক এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। তারপর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কলেজ ক্যাম্পাস। আবারও নতুন করে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অভিযোগ উঠেছে, ক্যাম্পাসের ঝোপ-ঝাড়ে সকলের আড়ালে চলে মাদক সেবন। তাই এবার যাদবপুর কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভিতরের ঝোপঝাড় সাফ করতে উদ্যোগী হয়েছে।
ইতিমধ্যেই ক্যাম্পাসের ঝোপঝাড় পরিষ্কার করার জন্য টেন্ডার ডাকা হয়েছে। ২২ সেপ্টেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ। এরপর থেকে ক্যাম্পাসের কোণায় কোণায় ঝোপঝাড় পরিষ্কার করা শুরু হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বারবার তাঁদের কাছে অভিযোগ এসেছে ক্যাম্পাসের ভিতর মাদক সেবন করে বহু ছাত্র ছাত্রী, মদের আসরও বসে নিয়মিত। তাই ক্যাম্পাস পরিষ্কার এবং খোলামেলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। প্রতি ২০ জন ছাত্রছাত্রী পিছু একজন করে অধ্যাপক তাঁদের মানসিক পরিস্থিতি, গতিবিধির উপর নজর রাখবে।
সুরক্ষার জন্য প্রতিবারের মতো এবারও ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি উঠেছে। তবে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সিসিটিভি লাগানোর বিরোধিতাও একইভাবে জারি রয়েছে। তাঁদের বক্তব্য, ক্যাম্পাসে সিসিটিভি বসানো হলে ক্যাম্পাসের সংস্কৃতি নষ্ট হবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে যে ক্যাম্পাসের ভিতর আর কোনও অরাজকতা মেনে নেওয়া হবে না। মদ-মাদক জাতীয় দ্রব্য প্রতিরোধ, ছাত্রছাত্রীদের সুরক্ষা এই বিষয়গুলির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।