সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি পেয়েও স্বস্তি নেই! মালেগাঁও বিস্ফোরণ মামলায় ফের নোটিস পেলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিত-সহ অন্যান্য অভিযুক্তরা। সাধ্বীদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছেন বিস্ফোরণে মৃতদের পরিবারের সদস্যদের। সেই মামলা গ্রহণও করেছে বম্বে হাই কোর্ট।
২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরে ভয়ংকর বিস্ফোরণে হয়। ৬ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন একশোর বেশি। তদন্তে উঠে আসে, মালেগাঁও শহরে মসজিদ লাগোয়া কবরস্থানে একটি মোটরবাইক দু’টি বোমা রাখা ছিল। তাতেই বিস্ফোরণ ঘটে। মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখার (এটিএস) প্রাথমিকভাবে জানায়, বিস্ফোরণের নেপথ্যে একটি হিন্দুত্ববাদী সংগঠন। যে মোটরবাইকে বোমা রাখা ছিল সেটা প্রজ্ঞা ঠাকুরের নামে নথিভুক্ত ছিল। নির্দিষ্ট একটি ধর্মের মানুষকে নিশানা করতেই বিস্ফোরণের পরিকল্পনা করেন প্রজ্ঞা। একে একে গ্রেপ্তার হন প্রজ্ঞা ঠাকুর, কর্নেল প্রসাদ-সহ অন্য অভিযুক্তরা।
প্রাথমিকভাবে গ্রেপ্তার হলেও পরে জামিন পান প্রজ্ঞা এবং কর্নেল। ২০১১ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলা জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কাছে যায়। এরপর তদন্তের অভিমুখ খানিক বদলে যায়। একাধিক চার্জশিট ও অতিরিক্ত চার্জশিটের পর ২০১৮ সালে বিচারপ্রক্রিয়া শুরু হয়। বিচার চলার সময়ে আদালত ৩২৩ জন সাক্ষীর বয়ান খতিয়ে দেখা হয়। যদিও শেষ পর্যন্ত গত ৩১ জুলাই উপযুক্ত প্রমাণের অভাবে অভিযুক্তদের বেকসুর খালাস ঘোষণা করে এনআইএ বিশেষ আদালত।
কিন্তু এনআইএ আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার বম্বে হাই কোর্টে মামলা দায়ের করেছেন মৃতদের পরিবারের সদস্য নিসার আহমেদ বিলাল ও তাঁর পরিবারের ৬ সদস্য। মামলাকারীদের দাবি, মালেগাঁও বিস্ফোরণের তদন্ত প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে। বিশেষ এনআইএ আদালতের রায় খারিজ করে দেওয়া হোক। মামলাটি গ্রহণ করেছে বম্বে হাই কোর্ট। এনআইএ, মহারাষ্ট্র এটিএস এবং অভিযুক্তদের প্রত্যেককে নোটিস পাঠিয়েছে আদালত। ৬ সপ্তাহ বাদে মামলার শুনানি।