• কেন ডিভোর্স? রাগে ঘোলায় প্রাক্তন শ্বশুরকে কুপিয়ে ‘খুন’ যুবকের
    প্রতিদিন | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাসত: প্রাক্তন শ্বশুরকে কুপিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। হাড়হিম কাণ্ড উত্তর ২৪ পরগনার ঘোলায়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? নেপথ্যে উঠে আসছে ডিভোর্স নিয়ে অশান্তির তত্ত্ব।

    জানা গিয়েছে, মৃতের নাম রণজিৎ। তিনি উত্তর ২৪ পরগনার ঘোলা লেনিনগড় অঞ্চলের বাসিন্দা। ওই প্রৌঢ়ের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মছলন্দপুর এলাকার বাসিন্দা দীপঙ্করের। বিয়ের পর থেকেই নাকি তরুণীর উপর অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। একপর্যায়ে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বধূ। ডিভোর্স হয়ে যায়। বাপের বাড়ি ফিরে আসেন তরুণী। অভিযোগ, তারপর থেকে প্রায়ই শ্বশুরবাড়িতে হাজির হতো দীপঙ্কর। রীতিমতো অশান্তি করত সে।

    বুধবার গভীর রাতে ঘোলায় যায় দীপঙ্কর। প্রাক্তন শ্বশুরকে হাতের নাগালে পেতেই ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সে। এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রৌঢ়। বিষয়টা টের পেয়ে স্থানীয়রা ছুটে যেতেই চম্পট দেয় অভিযুক্ত। এদিকে রক্তাক্ত অবস্থায় রণজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ বারাকপুর থানার পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)