নিয়োগ দুর্নীতি মামলা: আদালতে জীবনকৃষ্ণর সঙ্গে দেখা করলেন হুমায়ুন, কী কথা হল?
প্রতিদিন | ১৮ সেপ্টেম্বর ২০২৫
অর্ণব আইচ: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে জেলবন্দি বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জামিনের আবেদন জানিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে বিচারভবনে ইডির বিশেষ আদালতে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন জেলার আরেক বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানান, দলের তরফে নয়, ব্যক্তিগতভাবে জেলবন্দি সহকর্মীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন।
জানা যাচ্ছে, এদিন জীবনকৃষ্ণ আদালতে গেলে তাঁর সঙ্গে দেখা করেন স্ত্রী ও ছেলে। প্রিয়জনদের সঙ্গে কথাও হয়েছে বিধায়কের। শুনানির সময় বিচারকক্ষে বসেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দুই বিধায়কের মধ্যে ঠিক কী কথা হয়েছে জানা না গেলেও সূত্রের খবর, জেলবন্দি জীবনকৃষ্ণের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন হুমায়ুন। জেনেছেন সুবিধা-অসুবিধার কথাও।