• কলকাতা বন্দর দু’টি বার্থের আধুনিকীকরণে চুক্তি সংস্থার
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বন্দরে নেতাজি সুভাষ ডকের দু’টি বার্থ বেসরকারি সংস্থার উদ্যোগে আধুনিকীকরণ করা হবে। এব্যাপারে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষের সঙ্গে একটি বেসরকারি সংস্থার সোমবার চুক্তি হয়েছে। এর আগে কলকাতা বন্দরের খিদিরপুর ডকের কয়েকটি বার্থ বেসরকারি সংস্থার সাহায্যে আধুনিকীকরণ করার উদ্যোগ নেওয়া হয়। এসএমপি সূত্রে জানা গিয়েছে, দু’টি বার্থে অত্যাধুনিক উন্নত মানের উপকরণ বসানোর ফলে পণ্য পরিবহণ অনেকটাই বৃদ্ধি পাবে। এখানে বছরে ৫ লক্ষ টিইইউ সংখ্যক কন্টেনার ওঠানো-নামানো যাবে। এই প্রকল্পে ৭৪০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। জেএসডব্লু ‌ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে চুক্তি সই করার সময় এসএমপি-র চেয়ারম্যান রথেন্দ্র রমণ উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, বন্দরের পরিকাঠামো উন্নয়ন করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটা শিল্প বাণিজ্য প্রসারের সহায়ক হবে। কলকাতা বন্দরকে বিশ্বমানে নিয়ে যাওয়ার জন্য এই সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী বেসরকারি সংস্থাটি ৩০ বছর ধরে বার্থ দুটি ব্যবহার করবে। বন্দর কর্তৃপক্ষ এর জন্য তাদের কাছ থেকে রয়্যালটি পাবে।

    এদিকে কলকাতা বন্দরের ইনডেনচার মেমোরিয়াল জেটিতে সোমবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮৩৪ থেকে ১৯২০ সাল পর্যন্ত কলকাতা বন্দর থেকে জাহাজে চাপিয়ে ওয়েস্ট ইন্ডিজ, ফিজি, মরিশাস, দক্ষিণ আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করানোর জন্য শ্রমিকদের পাঠানোর পর্ব চলে। এর সূচনা হয়েছিল ১৫ সেপ্টেম্বর। সেই উপলক্ষ্যে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয় এদিন।
  • Link to this news (বর্তমান)