• বাংলার বাড়ি-২ : নভেম্বরে ১৬ লক্ষ যোগ্য উপভোক্তার রেজিস্ট্রেশন
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিসেম্বর মাসে আরও ১৬ লক্ষ প্রান্তিক মানুষকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে তালিকাভুক্ত উপভোক্তাদের ফের একবার করে যাচাই করে নেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। স্বচ্ছতা বজায় রাখতে মোট ছয়টি ধাপে করা হবে এই যাচাইয়ের কাজ। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, নির্বাচিত উপভোক্তাদের নামের খসড়া তালিকা টাঙিয়ে দেওয়া হবে। ৩ থেকে ১০ নভেম্বরের মধ্যে পঞ্চায়েতসহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ অফিসে টাঙানো হবে এই তালিকা। তালিকা প্রকাশের পর আসা আপত্তি অনুযায়ী তা সংশোধন করে গ্রামসভার মাধ্যমে পাশ করাবে জেলা প্রশাসন এবং চূড়ান্ত অমুমোদন দেবে এই প্রকল্পের জন্য গঠিত জেলা স্তরের কমিটি। এই সমস্ত প্রক্রিয়া শেষ করে ৩০ নভেম্বরের মধ্যে উপভোক্তাদের রেজিস্ট্রেশন করিয়ে ফেলা হবে রাজ্যের তরফে।

    গতবছর ডিসেম্বর মাসে ১২ লক্ষ আবেদনকারীকে ‘বাংলার বাড়ি’র প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দিয়েছে রাজ্য। মে মাসে গিয়ে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন এই উপভোক্তারা। কেন্দ্র বাংলা আবাস যোজনার নিজের অংশের টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় গ্রামীণ এলাকার মানুষের জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করে রাজ্য। তবে প্রথম পর্যায়ের মতোই দ্বিতীয়বার এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য। যাচাই হওয়া বাড়ির অন্তত ১৫ শতাংশ পুনরায় যাচাই করতে হবে বিডিওদের। এসডিও এবং জেলা স্তরের আধিকারিক অন্তত ১৫ শতাংশ বাড়ি পুনরায় যাচাই করবেন। রাজ্য স্তরের নজরদারি দল ও থানার আইসি-ওসিরাও কিছু বাড়ি ঘুরে দেখবে। রাজ্যের অর্থে তৈরি বাড়িগুলির কাজের গুণমান খতিয়ে দেখবে সোশ্যাল অডিট টিম। উপভোক্তার বর্তমান বাড়ি বা জমির জিও ট্যাগিং করতে হবে।
  • Link to this news (বর্তমান)