• দুর্গাপুজোকে ‘টার্গেট’ করেই নয়া GST? কলকাতায় বসে খোলসা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
    এই সময় | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • উৎসবের মরশুম শুরুর আগেই নয়া জিএসটি কাঠামো লাগু করে বিপুল হারে পণ্য ও পরিষেবা কর কমিয়েছে কেন্দ্র। জিএসটি বেঁধে দেওয়া হয়েছে ৫% ও ১৮%-এর স্ল্যাবে। কিছু কিছু পণ্য রয়েছে ৪০% স্ল্যাবে। বৃহস্পতিবার কলকাতায় এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে শোনা গেল বাংলার পণ্যের কথা। জিএসটি কমানোয় বাংলার নিজের কোন কোন পণ্যে কর কমছে, তালিকা ধরে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর তার সঙ্গেই জিএসটি কমানোর সঙ্গে মিলিয়ে দিলেন দুর্গাপুজোর উপহারকে।

    দেবীপক্ষে নয়া জিএসটি কাঠামো:

    এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, বাংলার কথা ভেবেই ২২ সেপ্টেম্বর থেকে নয়া জিএসটি কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, বিষয়টি প্রথম উত্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর মহালয়া, তারপরেই কার্যত বাঙালির শারদ উৎসব শুরু হয়ে যায়। দেবীপক্ষে নয়া জিএসটি কাঠামো লাগু হলে, দুর্গাপুজোর আগে জিনিসের দাম কমবে এবং বাংলার জনগণ মন খুলে কেনাকাটা করতে পারবেন, প্রধানমন্ত্রীর এই ভাবনা থেকেই ২২ সেপ্টেম্বর থেকে জিএসটি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

    এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, নয়া জিএসটি কাঠামো বাংলাকে সাহায্য করবে। বাংলার নির্দিষ্ট কিছু পণ্যের উপর থেকে জিএসটি কমানো হয়েছে। আগে ছিল ১২% জিএসটি, সেটা কমে হয়েছে ৫%।

    কোন কোন পণ্যে কমেছে?

    - শান্তিনিকেতনের চামড়ার জিনিস
    - বাঁকুড়ার টেরাকোটার সামগ্রী
    - মেদিনীপুরের মাদুর
    - পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ
    - দক্ষিণ দিনাজপুরের কাঠের মুখোশ |
    - বিভিন্ন জেলার সোলার তৈরি জিনিস
    - নকশি কাঁথার সামগ্রী
    - মালদার আমজাত পণ্য
    - দার্জিলিঙের চা
    - পাটের তৈরি ব্যাগ

    বাঙালির উৎসবের সঙ্গে হাত মিলিয়ে চলে মিষ্টি। মিষ্টি ছাড়া দুর্গাপুজোর কথা ভাবাই যায় না। এ দিন কলকাতায় সেই প্রসঙ্গও শোনা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখে। তিনি বলেন, ‘বাংলায় মিষ্টি তৈরি হয় ছানা থেকে। ৫% থেকে কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে। পুজোয় যত খুশি রসমালাই, রসগোল্লা খান।’

    তথ্য সহায়তা: প্রচেতা পাঁজা
  • Link to this news (এই সময়)