• ‘এ বার বাড়িতে দাদাগিরি করুন...’, ভারতীয় মহিলাদের উস্কে দিলেন অমিত শাহ
    এই সময় | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ‘এ বার যত খুশি শপিং করুন...’, ভারতীয় মহিলাদের এমনই পরামর্শ দিচ্ছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, মনের ইচ্ছে মতো জিনিস কেনার জন্য বাড়িতে দাদাগিরি করারও বুদ্ধি দিচ্ছেন তিনি। কারণ, আগামী ২২ সেপ্টেম্বর একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। তাই এ বার সাধ্যের মধ্যেই সাধ পূরণে আর বাধা রইল না মহিলাদের বলে মত শাহের।

    একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় অমিত শাহ মহিলাদের উদ্দেশে বলেন, ‘শীঘ্রই দীপাবলি এবং নবরাত্রি আসছে। আপনার ব্যবহৃত সবকিছুর উপর এখন ২৮ শতাংশ এবং ১৮ শতাংশের পরিবর্তে ০ শতাংশ এবং ৫ শতাংশ জিএসটি থাকবে। আমি মা ও বোনেদের বলতে চাই যে, এ বার ঘরে বসে দাদাগিরি করুন। যত খুশি শপিং করুন। কেনাকাটার ব্যাপারে বাড়ির বস হয়ে উঠুন এবং ২২ সেপ্টেম্বর থেকে আরও বেশি করে কেনাকাটা শুরু করুন।’

    তবে জিনিস পছন্দ করার সময়ে একটি কথা মাথায় রাখার অনুরোধ করেছেন শাহ। মহিলাদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘কোনও পিছুটান ছাড়াই কেনাকাটা করুন। তবে শুধুমাত্র ভারতে তৈরি জিনিসই কিনুন। বিদেশি জিনিসের বদলে ভারতের প্রতিটি নাগরিক এ বার কেবল স্বদেশি জিনিসই কিনবেন।’, প্রধানমন্ত্রী মোদীর সুরেই ‘ভোকাল ফর লোকাল’ স্লোগান তোলেন অমিত শাহ।

    উল্লেখ্য, উৎসবের মরশুম শুরুর আগেই নয়া জিএসটি কাঠামো লাগু করে বিপুল হারে পণ্য ও পরিষেবা কর কমিয়েছে কেন্দ্র। জিএসটি বেঁধে দেওয়া হয়েছে ৫% ও ১৮%-এর স্ল্যাবে। কিছু কিছু পণ্য রয়েছে ৪০% স্ল্যাবে। তুলে দেওয়া হয়েছে ১২% এবং ২৮%-এর স্ল্যাব। একইসঙ্গে ১২% স্ল্যাবের ৯৯ শতাংশ পণ্যে এখন ৫% হারে জিএসটি দিতে হবে বা তা এখন করশূন্য। ফলে বহু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আগামী ২২ সেপ্টেম্বর থেকে অনেকটাই কমতে চলেছে, যা স্বস্তি ফেরাবে মধ্যবিত্তের সংসারে।

  • Link to this news (এই সময়)