এবার শিক্ষিত বেকারদের জন্য মাসে ১০০০ টাকা ভাতা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
আজকাল | ১৯ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিহারে বিধানসভা ভোটের মুখে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করছেন নীতীশ কুমার। সেই তালিকায় যুক্ত হল আরও একটি। এবার বিহারের শিক্ষিত বেকার যুব-যুবতীরা প্রতি মাসে ১০০০ টাকা করে বেকার ভাতা পাবেন। বিহারে ভোটের বাকি আর মাস দু'য়েক। তার আগেই নীতীশের খয়রাতির এই ঘোষণা সে রাজ্যে এনডিএ-র ক্ষমতা ধরে রাখারা ক্ষেত্রে তরুপের তাস হতে পারে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে, ২০ থেকে ২৫ বছর বয়সি কোনও স্নাতক যুবক-যুবতী যদি কর্মহীন হন, কোনও চাকরি না করেন, বা নিজের ব্যবসাও না করেন, তাহলে দুবছর পর্যন্ত তাঁকে এক হাজার টাকা করে মাসিক ভাতা দেবে বিহার সরকার।
এক্স পোস্টে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শিক্ষিত বেকারদের দু'বছরের জন্য মাসিক ১০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার ঘোষণা করেন। ওই পোস্টে নীতীশ যুব ক্ষমতায়ণের পক্ষে তাঁর সরকারের প্রতিশ্রুতি ফের একবার তুলে ধরেছেন। উল্লেখ করেছেন যে, বিহারের সরকারের কাছে ২০০৫ সাল থেকে কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মসংস্থানই সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্য আগামী পাঁচ বছরে এক কোটি যুবককে সরকারি চাকরি এবং কর্মসংস্থান প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই বৃহৎ পরিসরে সুযোগ তৈরি করা হবে।
নীতীশ কুমার বলেন যে, মুখ্যমন্ত্রীর স্বনির্ভর ভাতা প্রকল্পের আওতায় এখন বেকার স্নাতকদেরও এই ভাতা দেওয়া হবে, যা রাজ্যের প্রধান '৭ নিশ্চয় কর্মসূচির' অংশ। এতদিন এই প্রকল্পটি শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু এখন, ২০-২৫ বছর বয়সী স্নাতক, যারা পড়াশোনা, চাকরি বা ব্যবসা করেন না, তাঁরা দুই বছর পর্যন্ত প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা পাবেন।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আশা প্রকাশ করেন যে, এই সহায়তা তরুণদের দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করতে সহায়তা করবে। তিনি বলেন, "রাজ্য সরকারের এই দূরদর্শী উদ্যোগের লক্ষ্য রাজ্যের যুবকদের সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ প্রদান করা। এখানকার শিক্ষিত যুবকরা স্বাবলম্বী, দক্ষ এবং কর্মসংস্থানযোগ্য হয়ে উঠবে, যা তাদের রাজ্য ও জাতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম করবে।"
এর আগে গত বুধবার নীতিশ কুমার রাজ্যজুড়ে নির্মাণ শ্রমিকদের সরাসরি আর্থিক সহায়তা দান করেন। রাজ্য়ের ১৬.০৪ লক্ষ নির্মাণ শ্রমিকের কাছে ৫,০০০ টাকা করে তুলে দিয়েছেন। যা আসন্ন নির্বাচনের আগে একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করা হচ্ছে। বিশ্বকর্মা পূজা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।
এছাড়া উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পাটনায় চুক্তিভিত্তিক কর্মীদের জন্য তৈরি 'প্রতিজ্ঞা' ওয়েব পোর্টালও চালু করেছেন।
ভোটে জিততে এবার খয়রাতিকেই পুঁজি করেছেন নীতীশ। ঘোষণা করেছেন একাধিক ভাতা এবং ভাতা বৃদ্ধির। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যুব সম্প্রদায়ের স্বার্থে 'বিহার যুব কমিশন' গঠনের কথাও ঘোষণা করেছন জেডিইউ সুপ্রিমো। এছাড়াও দ্বাদশ উত্তীর্ণদের ৪০০০ টাকা এবং স্নাতকদের ৬০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। রাজ্যের সম্ভাবনাময় তরুণদের 'ইন্টার্নশিপ' হিসাবে এই অর্থ দেওয়া হবে। এর আগে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথাও ঘোষণা করেছিলেন নীতীশ। যা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে।