শিক্ষামূলক সফরে শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড এসএফআই নেতা
আজকাল | ১৯ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শান্তিনিকেতনে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে শ্লীলতাহানির অভিযোগে নতুন করে বিতর্কে জড়াল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র এবং আর্টস ইউনিটের সহ-সম্পাদক সৌমিক মণ্ডলের বিরুদ্ধে একই বিভাগেরই এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে সাময়িকভাবে সব দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন।
সংগঠনের তরফে বুধবার জারি করা এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর স্থানীয় স্তরে প্রাথমিক আলোচনা সেরে বিষয়টি আঞ্চলিক কমিটির কাছে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের যথেষ্ট ভিত্তি পাওয়া গিয়েছে বলে মনে করছে সংগঠন। তাই চূড়ান্ত সিদ্ধান্ত না-হওয়া পর্যন্ত সৌমিক মণ্ডলকে সমস্ত সাংগঠনিক কাজ থেকে সাসপেন্ড রাখা হবে। বিবৃতিতে আঞ্চলিক কমিটির সভাপতি রাসেল পারভেজ এবং সম্পাদক সৌগত তরফদার স্বাক্ষর করেছেন।
অভিযোগকারী ছাত্রী জানিয়েছেন, শান্তিনিকেতনে ইন্টার্নশিপ এক্সকারশনের সময় ওই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ঘটনার কথা সঙ্গে সঙ্গেই তিনি সংগঠনকে জানান। এসএফআইয়ের এক নেত্রী বলেন, তথ্যপ্রমাণ হাতে আসার পরই তারা কঠোর পদক্ষেপ নিয়েছেন। সংগঠনের মধ্যে এ ধরনের আচরণকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ক্যাম্পাসের পুকুরে পড়ে তাঁর মৃত্যু হয়, এবং ঘটনাটি ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ। তার মধ্যেই ফের একই বিভাগের ছাত্রনেতার বিরুদ্ধে নতুন অভিযোগ উঠল।
প্রসঙ্গত, মাসখানেক আগেই লেকটাউনের এসএফআই নেতা এবং এসএফআই রাজ্য কমিটির সদস্য ঋতঙ্কর দাসের বিরুদ্ধে এক তরুণী যৌন প্রস্তাব ও রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তুলে সংগঠন ছেড়েছিলেন। এর আগে সিপিএম-এর যুব সংগঠনের কলকাতার জেলা সভাপতির বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ ওঠে। ফলে একের পর এক ঘটনায় অস্বস্তি বাড়ছে বাম ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বের মধ্যে।