• মালদায় কোথায় তৈরি হচ্ছে জেলার সবচেয়ে বড় দুর্গা? জানেন কি?
    এই সময় | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গার টানা টানা চোখ, ডাকের সাজ এ সব এখন অতীত। পুজোয়, প্যান্ডেলে, প্রতিমায় সবেতেই এখন থিমের ছড়াছড়ি। কে কাকে টক্কর দেবে সেই নিয়ে পুজো কমিটিগুলোর মধ্যে প্রতিযোগিতা চলতেই থাকে। তবে এখন শুধু শহরেই নয়, থিমের পুজো টেক্কা দিচ্ছে জেলাও। ২০১৫ সালে কলকাতার দেশপ্রিয় পার্কে তৈরি হয়েছিল ৮৮ ফুটের ‘সবচেয়ে বড় দুর্গা’। তারপর থেকে গোটা রাজ্যেই বিভিন্ন জায়গাতেই তৈরি হচ্ছে বিশালাকার দুর্গা প্রতিমা।

    এ বার মালদাতেও তৈরি হচ্ছে জেলার সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। মালদার ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পুরাটুলির মহিলা দুর্গোৎসব কমিটির পুজো উদ্যোক্তারা এ বার চমক দিতে চলেছেন জেলার মানুষকে।

    ২০১৬ থেকে এই কমিটির পুজো শুরু হয়েছে। এ বছর পুরাটুলির দশম বর্ষ। সেই উপলক্ষ্যেই তৈরি হচ্ছে ৫১ ফুটের বিশালাকার দুর্গা প্রতিমা। তবে মাটি দিয়ে নয়। এই প্রতিমা তৈরি হচ্ছে থার্মোকল এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে। প্রতিমা তৈরি করছেন শিল্পী পাপাই দাস।

    পুজো কমিটির সেক্রেটারি দেবশ্রী রায় জানান, এ বছর তাঁদের পুজোর বাজেট পাঁচ লক্ষ টাকার আশেপাশে। অল্প বাজেটের মধ্যেই চমক দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। পুজোয় প্রধান উদ্যোক্তা প্রসেনজিৎ দাস। এছাড়াও পুরসভার চেয়ারম্যান ছবি দাসও তাঁদের সাহায্য করেছেন। পুজোর ক’দিন আনন্দে মেতে ওঠেন সবাই।
  • Link to this news (এই সময়)