• উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে থমকে একাধিক ট্যুরিজম বিনোদন, কী কী সুবিধা মিলবে না?
    আজ তক | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • সেপ্টেম্বর পেরিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে অনেক আগেই। পাহাড়ে বেড়াতে আসার ভিড়ও শুরু হওয়ার কথা ছিল। কেউ উৎসব থেকে পালিয়ে নির্জন খুঁজতে, কেউ বা রোমাঞ্চের টানে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের খোঁজে। কিন্তু নাছোড় বৃষ্টি সে সব পরিকল্পনাতেই জল ঢেলেছে।

    পাহাড়ে প্যারাগ্লাইডিং, র‌্যাফটিং, কায়াকিং, স্নোরকেলিং কিংবা ট্রেকিং, সবই আপাতত বন্ধ। পূর্বঘোষণা মতো সোমবার কালিম্পংয়ের ডেলোতে প্যারাগ্লাইডিং চালু হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন।

    কারণ কী?
    সতর্ক জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) স্পষ্ট জানিয়ে দিয়েছে—আবহাওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত কোনও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির অনুমতি দেওয়া হবে না।

    ঘিস নদীতে জল বেড়ে যাওয়ায় বন্ধ করা হয়েছে সব ধরনের ওয়াটার স্পোর্টস। সান্দাকফুর মতো জনপ্রিয় ট্রেক রুটেও অনুমতি দিচ্ছে না জিটিএ। তাদের পর্যটন দফতরের ফিল্ড ডিরেক্টর দাওয়া গ্যালপো শেরপা জানালেন, ‘‘দুর্ঘটনা এড়াতেই এখন পাহাড়ে অ্যাডভেঞ্চার স্পোর্টস বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলেই আবার চালু হবে।’’ তবে ততদিন? পাহাড়ের অ্যাডভেঞ্চার ট্যুরিজম ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। কালিম্পংয়ের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, ‘টানা বৃষ্টিতে এ সমস্ত  আমরা নিজেরাই অ্যাক্টিভিটি বন্ধ রেখেছি। এখন অ্যাডেভেঞ্চার স্পোর্টস ঝুঁকির। পর্যটক নেই বললেই চলে।

    প্রতি বছর এই সময়ে পাহাড়ে পুজোর রেশের সঙ্গে মিশে থাকে রোমাঞ্চের ছোঁয়া। কিন্তু এ বছর বর্ষা যেন কিছুতেই বিদায় নিতে চাইছে না। এখন দেখার, সময়ের সঙ্গে বদলায় কি পাহাড়ের আবহাওয়ার মেজাজ, না কি আরও কিছুটা অপেক্ষা করতে হয় অ্যাডভেঞ্চারপ্রেমীদের।

     
  • Link to this news (আজ তক)