• পুজোর মুখে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ব্যাংক আধিকারিকের
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুজোর মুখে মাত্র সাত দিনের জ্বরে ভুগে মৃত্যু হল এক ব্যাংক আধিকারিকের। মশা বাহিত রোগের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় ক্ষুব্ধ শিলিগুড়ির হিমাচল বিহারের বাসিন্দারা। জানা গিয়েছ, মৃতের নাম শিরিং ফুসরুং (৫৫)। তাঁর মৃত্যুতে এলাকার জঞ্জাল নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মাসে মোটা অঙ্কের টাকা রাজস্ব আদায় করলেও জঞ্জাল সাফাইয়ে নির্বিকার পঞ্চায়েত ও এসজেডিএ। আর সেই কারণেই গোটা এলাকা জঙ্গলে ঢেকে মশার আঁতুর ঘরে পরিণত হয়েছে।পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ সাহিদ অবশ্য বলেন, “হিমাচল বিহারে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। এজন্য সেখানে ভেক্টর কন্ট্রোল টিম পাঠানো হয়েছে। সেখানকার জঙ্গলও সাফাই করা হবে। তবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ স্পষ্ট নয়।”এসজেডিএ'র চেয়ারম্যান দিলীপ দুগ্গার বলেন, “সংশ্লিষ্ট এলাকার জঞ্জাল সাফাইয়ের বিষয়ে গ্রাম পঞ্চায়েত ও মহকুমা পরিষদের সঙ্গে কথা বলব। এজন্য নির্মীয়মাণ প্লটগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে।”স্থানীয় সূত্রে দাবি, এক সপ্তাহ আগে ওই ব্যক্তি গুরুতর অসুস্থ হন। তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তিও করা হয়। কিন্তু মঙ্গলবার তার মৃত্যু হয়। হিমাচলবিহার সোসাইটির সম্পাদক মিলন বোস বলেন, “ওই ব্যক্তি ডেঙ্গুতে না অন্য কোনও রোগে মারা গিয়েছেন, তা স্পষ্ট নয়। ঘটনাটি প্রশাসনের বিভিন্নস্তরে জানানো হয়েছে।”
  • Link to this news (বর্তমান)