• প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ভাড়া নিয়ে বিবাদের জেরে খুন টোটোচালককে, গ্রেফতার অভিযুক্ত
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ‘প্রেমিকা’র সঙ্গে দেখা করতে এসে টোটোর ভাড়া নিয়ে বচসায় জড়িয়ে পড়া। আর তারই জেরে টোটোচালককে খুন! এরপর খালে দেহ ফেলে দিয়ে মৃতের মোবাইল ও টোটো নিয়ে জলপাইগুড়ি থেকে সটান কোচবিহারে। সেখানে বাড়িতে টোটো রেখে ফের জলপাইগুড়িতে ফিরে প্রেমিকাকে নিয়ে হাওড়ার সাঁকরাইলের আন্দুলে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা। কিন্তু এতকিছুর পরও শেষরক্ষা হল না। নিহত টোটোচালকের মোবাইল অন করাই কাল হল অভিযুক্তের। মোবাইলের টাওয়ার লোকেশন ধরে টোটোচালক খুনে অভিযুক্তকে গ্রেফতার করল জলপাইগুড়ি পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত জ্যোতির্ময় রায়ের প্রেমিকাকেও।আজ, বৃহস্পতিবার দু’জনকেই জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শৌভনিক মুখোপাধ্যায়। তিনি বলেন, গত ২৮ আগস্ট জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় মোহন্তপাড়ার বাসিন্দা সিতুল রায় (৪৯) নামে এক টোটোচালকের দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের সরকারপাড়ায় রেললাইনের কাছে খালের ধারে পড়েছিল দেহটি। সিতুলের দেহ মিললেও ঘটনাস্থল থেকে তাঁর টোটো ও মোবাইল পাওয়া যায়নি। পরে কোচবিহারের কোতোয়ালি থানার চিল্কিরহাট আউটপোস্টের পুলিশ জ্যোতির্ময় রায় নামের এক ব্যক্তির বাড়ি থেকে মৃত সিতুলের টোটো উদ্ধার করে। এর কয়েকদিন পর দেখা যায়, তাঁর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে হাওড়ায়। এরপরই সেখানে পুলিশের টিম যায়। তল্লাশি চালিয়ে সেখান থেকে অভিযুক্ত জ্যোতির্ময় রায় ও তার প্রেমিকাকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কোচবিহার থেকে জলপাইগুড়ি শহরের ৫ নম্বর ঘুমটি, সরকারপাড়া এলাকায় ২৬ আগস্ট রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিল জ্যোতির্ময়। মহিলা বিবাহিত, তার দুই সন্তান রয়েছে। রাত দশটা নাগাদ প্রেমিকার বাড়িতে ঢুকতে গেলে মহিলার স্বামী তাড়া করেন। ওই তাড়া খেয়ে ফিরে আসে জ্যোতির্ময়। এদিকে, ততক্ষণে রাত বেশি হয়ে যাওয়ায় কোচবিহারে ফেরার বাস না পেয়ে জলপাইগুড়িতেই সে ঘোরাঘুরি করতে থাকে।গোটা রাত রাস্তায় কাটায় সে। পরদিন ভোরে সিতুল রায়কে টোটো নিয়ে জলপাইগুড়ির গোশালা মোড়ে দেখতে পেয়ে ভাড়া করে জ্যোতির্ময়। বন্ধুর বাড়িতে যাওয়ার নাম করে জলপাইগুড়ি শহরের এদিক সেদিক ঘুরতে থাকে সে। এতে বিরক্ত হয়ে ভাড়া মিটিয়ে টোটো ছেড়ে দিতে বলেন সিতুল। এনিয়েই তার সঙ্গে বচসায় জড়ায় অভিযুক্ত। শুরু হয় হাতাহাতি। মারধর করায়, মৃত্যু হয় টোটোচালকের। এরপর সরকারপাড়ায় রেললাইনের ধারে খালে তাঁর দেহ ফেলে মৃতের মোবাইল ও টোটো নিয়ে পালায় অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, জলপাইগুড়ি থেকে টোটো চালিয়ে কোচবিহারে যায় জ্যোতির্ময়। এরপর বাড়িতে টোটো রেখে পরদিন সে আবার জলপাইগুড়িতে আসে। এবার প্রেমিকাকে নিয়ে পালানোর চেষ্টায় হাওড়ার আন্দুলে গিয়ে গা ঢাকা দেয় দু’জনে। সেখানে বাড়ি ভাড়া করে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে থাকছিল। কিন্তু মৃত টোটোচালকের মোবাইলের সুইচ অন করতেই ধরা পড়ে যায়।
  • Link to this news (বর্তমান)