• অত্যাচারিত পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরালেন অভিষেক
    দৈনিক স্টেটসম্যান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • আবারও বাঙালি পরিযায়ী শ্রমিক অত্যাচারিত বিজেপি শাসিত ওড়িশায়! ফের পাশে দাঁড়ালেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। ওড়িশার এক প্রত্যন্ত গ্রাম থেকে হঠাৎ নিখোঁজ হন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভার এক পরিযায়ী বাঙালি শ্রমিক। দিন পাঁচেক ধরে কোনো খোঁজ নেই, পরিবারও দিশেহারা। অভিযোগ, বাংলায় কথা বলার ‘অপরাধে’ তাকে আটক করে শারীরিক ও মানসিক নিপীড়ন চালানো হয়েছে। শেষমেশ ভরসার জায়গা হয়ে উঠল তৃণমূল কংগ্রেসের ‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইন।

    ফোন করতেই দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন। অভিষেক বন্দোপাধ্যায়ের তৎপরতায় উদ্ধার করা হল নিখোঁজ শ্রমিককে। এমনকি, অভিষেকের নির্দেশে শ্রমিককে তার মুর্শিদাবাদের বাড়িতেও ফিরিয়ে আনা হল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে সমাজমাধ্যমে লেখা হয়েছে, ‘বাঙালিকে দেশেই পরবাসী করে দিচ্ছে বিজেপি! বাংলার অস্তিত্ব, আত্মমর্যাদা মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে ওরা।’

    অভিযোগ, কেবল বাংলাভাষী হওয়ার জন্যই স্থানীয়দের হাতে হেনস্থা হতে হয়েছে ওই শ্রমিককে। চা খেতে গিয়েও নিস্তার নেই! অভিযোগ করতে গিয়ে পুলিশের দরজায় দরজায় ঘুরেছেন আত্মীয়রা, তবু প্রথমে অভিযোগ নিতে চায়নি ওড়িশা পুলিশ। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে যোগাযোগ করেন ‘এক ডাকে অভিষেক’র হেল্পলাইনে। তৎক্ষণাৎ মেলে সহযোগিতা, অক্ষত অবস্থায় শ্রমিক ফিরে আসেন বাড়িতে। প্রসঙ্গত, বাংলা-বাঙালি ইস্যুতে দিন কয়েক আগেই বিজেপিকে আক্রমণ করে সাংসদ অভিষেক বলেছিলেন, ‘এই বাংলা ব্রিটিশ শাসনের শৃঙ্খল ছিঁড়েছে, জাতীয় সঙ্গীত উপহার দিয়েছে ভারতকে।

    আজ সেই বাঙালিকে অপমান, নিগ্রহের শিকার হতে হচ্ছে নিজের দেশেই!’ এই সাহায্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেই পরিযায়ী শ্রমিকের পরিবার। ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা চরমে। পর্যবেক্ষকদের অনেকের মতে, এই ঘটনাটি শুধুমাত্র এক পরিযায়ী শ্রমিকের নিগ্রহের গল্প নয়, বরং তা উঠে এসেছে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের টানাপোড়েন, জাতিগত ও ভাষাগত বৈষম্যের একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)