‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে পুজোর পরেই শুরু কাজ
দৈনিক স্টেটসম্যান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি চলবে নভেম্বর মাস পর্যন্ত। তবে, তার আগেই চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে কার্যত কোমর বেঁধে নেমে পড়েছে নবান্ন। এখনও বুথ প্রতি ১০ লক্ষ টাকা সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ না হলেও, রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রায় ৮০ কোটি টাকা ছেড়েছে। পুজোর পরেই শুরু হতে চলেছে এই প্রকল্পে প্রাথমিক পর্যায়ের কাজ।
গত ২ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য, সরাসরি বুথস্তরে সাধারণ মানুষের সমস্যা শোনা ও দ্রুত সমাধান করা। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের প্রায় ২৪ হাজার বুথে শিবির হয়ে গিয়েছে। সেখান থেকে যে সমস্যাগুলি উঠে এসেছে, তার মধ্যে ছোটখাটো অথচ জরুরি কাজ চিহ্নিত করে রাজ্য সরকার তড়িঘড়ি তহবিল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা প্রায় ৮০ হাজার। তার মধ্যে প্রায় এক চতুর্থাংশ বুথে শিবিরের কাজ শেষ। এখন পর্যন্ত যে টাকা ছাড়া হয়েছে, তাতে প্রায় ৮০০ বুথে কাজ শুরু করা যাবে বলে জানা গিয়েছে। নবান্নের এক শীর্ষকর্তা জানান, ‘সরকারের লক্ষ্য ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই সমস্ত চিহ্নিত সমস্যার কাজ সম্পূর্ণ করা।’
সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। যদিও বুথ প্রতি ১০ লক্ষ টাকা বিশাল অঙ্ক নয়। তবে সরকারি আধিকারিকদের মতে, ছোটখাটো উন্নয়নের কাজ যেমন গ্রামীণ সেতু, কাঁচা রাস্তা পাকা করা, টিউবওয়েল বসানো, রাস্তা মেরামতির মতো প্রয়োজনীয় কাজ এই টাকায় করা সম্ভব।
এই প্রকল্পে স্থানীয় বাসিন্দাদের সরাসরি অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য। প্রতি বুথে আয়োজন করা শিবিরে উপস্থিত থাকছেন সরকারি আধিকারিকরা, যাঁরা সাধারণ মানুষের বক্তব্য শুনে সেগুলিকে লিখিতভাবে গ্রহণ করছেন এবং সেই অনুযায়ী প্রকল্পে সিলমোহর দিচ্ছেন।
শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দিক থেকেও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ও পুরসভা স্তরে তৃণমূলের দখল থাকায়, জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষকে আরও বেশি করে যুক্ত করা হচ্ছে এই উদ্যোগে।
বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সাধারণ মানুষের মধ্যে সরকারের ভাবমূর্তি দৃঢ় করতে চাইছে। বার্তা স্পষ্ট, সরকার এখন আর শুধু সচিবালয়ে নয়, সরাসরি পাড়ায় পৌঁছে মানুষের সমস্যার কথা শুনছে এবং সমাধান করছে।
প্রসঙ্গত, ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। নভেম্বর পর্যন্ত চলবে শিবির। ইতিমধ্যে ২৪,০০০ বুথে শিবির শেষ। এই প্রকল্পে রাজ্য এখনও পর্যন্ত কোষাগার থেকে ছেড়েছে ৮০ কোটি টাকা (প্রায় ৮০০ বুথের জন্য)। পুজোর পরেই জোরকদমে কাজ শুরু হবে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ টার্গেট রয়েছে সরকারের। এই প্রকল্পে মোট বাজেট ৮ হাজার কোটি টাকা। বুথ প্রতি বরাদ্দ করা হবে ১০ লক্ষ টাকা।