• হেনস্থার আশঙ্কা, পুলিশকে তথ্য দিয়ে ভিনরাজ্যে যাচ্ছেন ঢাকিরা
    দৈনিক স্টেটসম্যান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ভিনরাজ্যে বাঙালি হেনস্থার ঘটনায় আতঙ্কিত ঢাকিরা। সেই কারণে এবার পুজোয় ভিন রাজ্যে যাওয়ার আগে পুলিশকে ফোন নম্বর, আধার নম্বর দিয়ে যাচ্ছেন তাঁরা। পাশাপাশি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র। কিন্তু তা সত্ত্বেও আতঙ্ক কাটছে না ঢাকিদের। যদিও ঢাকিদের ভয় দূর করতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে প্রশাসন। ভিন রাজ্যে গিয়ে যাতে ঢাকিরা সমস্যায় না পড়েন সেই কারণে তাঁদের পরিচয়পত্র ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে। মুর্শিদাবাদের ঢাকিরা ইতিমধ্যেই এই সার্টিফিকেটের জন্য আবেদন জানিয়েছেন।

    পুজোর সময় ভিন রাজ্যে উপরি রোজগার করতে যান বাঁকুড়ার ওন্দা থানার নতুন গ্রামের ঢাকিরা। এবছর সেখানকার ২০–২২ জন ঢাকি ছত্তিশগড়ে যাচ্ছেন। সেখানে ১০–১২টি মণ্ডপে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ঢাক বাজাবেন তাঁরা। পুজো শেষে প্রত্যেকে ১৭ হাজার টাকা করে পাবেন। মণ্ডপ সংলগ্ন এলাকাতেই ঢাকিদের জন্য খাওয়া ও থাকার বন্দোবস্ত করে দেবেন পুজোর উদ্যোক্তারা। স্টেশন থেকে মণ্ডপ পর্যন্ত গাড়ির ব্যবস্থাও করে দেওয়া হবে। হেনস্থা প্রসঙ্গে পুজোর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছেন ঢাকিরা। তাঁরা আশ্বাস দিয়েছেন, ঢাকিদের কোনওভাবে হেনস্থার মুখে পড়তে হবে না। কিন্তু তা সত্ত্বেও ভরসা পাচ্ছেন না ঢাকিরা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য তাঁরা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

    ওন্দার এক ঢাকি জানিয়েছেন, তাঁরা প্রত্যন্ত গ্রামে থাকেন। বাংলা ছাড়া আর কোনও ভাষা জানেন না। ছত্তিশগড়ে যাওয়ার আগে পুলিশের তরফ থেকে যদি কোনও নথি পাওয়া যায় সেক্ষেত্রে তাঁদের সুবিধা হবে বলে মনে করছেন ওন্দার ঢাকিরা। পুজোয় ভিন রাজ্যে কাজে গেলে বাড়তি উপার্জন হয়। সেই কারণে তাঁরা সেখানে যাচ্ছেন। কিন্তু সেই জন্য কোনও ঝামেলার মধ্যে পড়তে চাইছেন না তাঁরা। পুলিশের কাছে ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে ৩০০ জন ঢাকির তালিকা পাঠানো হয়েছে। তাঁরা প্রত্যেকেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন। মুর্শিদাবাদের বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানিয়েছেন, নিয়ম মেনে শংসাপত্র দেওয়া শুরু হয়েছে। তাঁদের মধ্যে কেউ যাবেন মুম্বই, কেউ ছত্তিশগড় আবার কেউ নাগপুর। পুলিশের তরফে জানানো হয়েছে, ভিন রাজ্যে কোনও অসুবিধার সম্মুখীন হলে যেন সঙ্গে সঙ্গে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)