‘ঘুষপেটিয়া বাঁচাও যাত্রা করছেন’, এসআইআর ইস্যুতে রাহুলকে কটাক্ষ শাহের
প্রতিদিন | ১৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরকে সমর্থন করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘রাহুল বাবা ঘুষপেটিয়া বাঁচাও’ যাত্রা করছেন বলে সরব হন তিনি।
পাশাপাশি, বিরোধীরা তোষণের রাজনীতির মাধ্যমে নির্বাচনে জয়লাভের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন শাহ। বুধবার রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র ৭৫ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন সংক্রান্ত আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে শাহ বলেন, “আপনাদের তাদের চিহ্নিত করা উচিত যারা অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখতে চান।”
নির্বাচনমুখী বিহারে ভোটার তালিকা সংশোধন, এসআইআর-এর বিরোধিতা করছে কংগ্রেস তা আদতে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা বলেও মন্তব্য করেছেন শাহ। এ প্রসংঙ্গ তিনি বলেছেন, “রাহুল বাবা অনুপ্রবেশকারীদের সমর্থনে ‘ঘুসপেটিয়া বাঁচাও যাত্রা’ করছেন। আমি চাই জনগণ এমন রাজনৈতিক দলগুলিকে চিনুক, যারা চায় অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় থাকুক। শাহের ব্যখ্যা, অনুপ্রবেশকারীদের সহায়তায় ওই সমস্ত রাজনৈতিক দলগুলি নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে।
প্রসঙ্গত, এসআইআর-এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ করেছে, এই ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি। কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি। এই পরিস্থিতিতে আবার গোটা এসআইআর পদ্ধতি বাতিল করে দেব বলেও কমিশনকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট।