অর্ণব দাস, বারাসত: বুথভিত্তিক উন্নয়নের স্কিম জমা দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বারাসতের দেগঙ্গার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে। শাসক ও বিরোধীদের মধ্যে তীব্র বচসা থেকে ধাক্কাধাক্কি, সংঘর্ষে। বৃহস্পতিবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়াল। একদিকে সিপিএম-আইএসএফ এবং আরেকদিকে তৃণমূল, উভয়ের মধ্যে ঝামেলার ঘটনায় একে অপরের উপর দোষ চাপাচ্ছে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দেয় দেগঙ্গা থানার পুলিশ।
ঘটনা ঠিক কী? বৃহস্পতিবার দেগঙ্গার নূরনগর পঞ্চায়েতের গাম্ভিরগাছি, রামনাথপুর-সহ তিনটি বুথ নিয়ে চলছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্প। সেখানেই বুথ ভিত্তিক উন্নয়নের কাজের স্কিম জমা দেওয়া নিয়ে শুরু হয় বিবাদ। জড়িয়ে পড়ে তৃণমূল ও সিপিএম। সঙ্গে আইএসএফ কর্মীরাও। দু’পক্ষের মধ্যে বচসা, ধাক্কাধাক্কির জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেগঙ্গা ১ ব্লকের তৃণমূলের সভাপতি আনিসুর রহমান অভিযোগ করেন, ”এদিন যে তিনটি বুথ নিয়ে ক্যাম্প হয়েছে, সেখানের পঞ্চায়েতে আইএসএফ, সিপিএম জয়ী হয়েছে। তাঁরা সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজেরাই পছন্দ অনুযায়ী স্কিম জমা দিচ্ছিল। সাধারণ মানুষ এর বিরোধিতা করে তাদের ক্যাম্প থেকে বের করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর চালু করা এই কর্মসূচি এতটাই সফলতা পেয়েছে, যে বিরোধীরা এসে উন্নয়নের স্কিম জমা দিচ্ছেন।” যদিও সিপিএম নেতা আশরাফুল আমিন ও আইএসএফ সদস্য আজিউদ্দিন আখতারির পালটা দাবি, তৃণমূল বহিরাগতদের এনে গণ্ডগোল পাকিয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। কারা গন্ডগোল করেছে, তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাকি দিনগুলিতে এই এলাকায় যাতে নির্বিঘ্নে সরকারি ক্যাম্প চলতে পারে, তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।