আধুনিকতা ক্রমশ গিলে খাচ্ছে পুরনো ঐতিহ্যকে।। যতই সময়ের দাবি হোক, তবু এমন পরিবর্তন ঘিরে নানা আশঙ্কারও জন্ম হচ্ছে।
আধুনিকতা যা কিছু গিলে খেয়েছে তার মধ্যে অন্যতম কুমোরের জীবিকা। এখন খুব কম দেখা যায় মাটির থালা, গ্লাস, বাটি। দৈনন্দিন জীবন থেকে ক্রমেই দূরে সরে গিয়েছে এই সব বাসনপত্র।
এবার ৯৯তম দুর্গাপুজোয় সেই হারিয়ে যাওয়া শিল্পকে তুলে ধরছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের নবপল্লি সংঘ। এই পুজো ভানু বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পুজো নামেও পরিচিত। মণ্ডপ থেকে দেবী প্রতিমা সব কিছুই পরিবেশবান্ধব উপকরণের মাধ্যমে ফুটিয়ে তুলছে তারা।
এই থিমের নাম তারা দিয়েছে গ্রাস।
সমগ্র পরিকল্পনা ও রূপায়ণে রয়েছে শিল্পী সৈকত মণ্ডল ও প্রতিমা তৈরি করছেন অরিজিৎ দাস।