• কোর্টে যান রাহুল, ঠেস বিজেপির
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অথচ সবথেকে বেশি গাত্রদাহ বিজেপির। বৃহস্পতিবার রাহুল গান্ধীর অভিযোগকে আজগুবি বলে দাবি করেছে বিজেপি। বস্তুত নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়ার আগেই বিজেপি অভিযোগ খণ্ডন করে কমিশনকে ক্লিনচিট দিতে ঝাঁপিয়ে পড়ে। এমনকী রাহুলের ভিডিও প্রেজেন্টেশন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি মুখপাত্র টম ভাড়াক্কন বলেন, রাহুল গান্ধীর হাতে প্রমাণ থাকলে আদালতে যাচ্ছেন না কেন? পরে দলের মুখপাত্র অনুরাগ ঠাকুর আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, রাহুল গান্ধী এতদিন ধরে বলে আসছিলেন যে হাইড্রোজেন বোমা ফাটাবেন। আর আজ ঢাকঢোল পিটিয়ে যা বললেন, সেটা তো ফুলঝুরির বেশি কিছু নয়! রাহুল গান্ধীকে আমরা উলটে চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে আদালতে যান। সমস্ত তথ্য প্রমাণ জমা দিন। আর তার আগে নির্বাচন কমিশন যেটা বারবার বলছে, সেটাও করুন। অর্থাৎ কমিশনের নিয়ম অনুযায়ী কোনও অভিযোগ অথবা বেনিয়মের প্রমাণ থাকলে কমিশন নির্ধারিত ফর্ম পূরণ করে হলফনামা দিয়ে আনুষ্ঠানিকভাবে জমা দিন। এভাবেই আজগুবি অভিযোগ হাওয়ায় ভাসিয়ে লাভ নেই। অনুরাগ ঠাকুর বলেন, কমিশন স্পষ্ট জানিয়েছে যে, এরকম কোনও  প্রযুক্তি নেই যে, কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায়! কমিশন থেকে আরও বলা হয়েছে যে, এরকম অভিযোগ নিয়ে একাধিকবার কমিশন নিজেই এফআ‌ইআর করেছে।
  • Link to this news (বর্তমান)