• মাসে হাজার টাকা পাবেন স্নাতক পাশ বেকাররা, ঘোষণা নীতীশের
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • পাটনা: সামনেই বিহার বিধানসভা নির্বাচন। যুব সমাজকে কাছে টানতে যাবতীয় চেষ্টা চালাচ্ছে জেডিইউ-বিজেপি। এই অবস্থায় এবার রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য মাসিক ভাতার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৃহস্পতিবার তিনি জানান, ২০ থেকে ২৫ বছর বয়সি স্নাতক পাশ তরুণ-তরুণীরা মাসে হাজার টাকা ভাতা পাবেন। দু’বছরের জন্য এই সুবিধা মিলবে। মুখ্যমন্ত্রীর নিশ্চয় স্বয়ং-সহায়তা ভাতা যোজনার অধীনে এই আর্থিক সাহায্য পাবেন রাজ্যের শিক্ষিত বেকাররা। এতদিন দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা তরুণ-তরুণীদের এই বিশেষ সুবিধা দেওয়া হতো। এবার বেকার স্নাতকরাও মাসিক ভাতা পাবেন। একইসঙ্গে আগামী পাঁচ বছরে এক কোটি যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে নীতীশ প্রশাসন। 

    চলতি বছরেই বিহারে ভোট। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজনৈতিক মহলের মতে, একাধিকবার দল বদল করায় নীতীশ কুমারের ভাবমূর্তি কিছুটা নষ্ট হয়েছে। তাই দান-খয়রাতির মাধ্যমে তরুণ ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন জেডিইউ নেতা। নীতীশের ঘোষণা অনুযায়ী,  ২০-২৫ বছর বয়সি স্নাতক পাশ তরণ-তরুণী কর্মহীন হলে দু’বছরে পর্যন্ত মাসে হাজার টাকা পাবেন। বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, এর মাধ্যমে দক্ষতা আরও উন্নত করার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে যুব সমাজ। নীতীশের কথায়, ‘রাজ্যের যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরির লক্ষ্যেই এই অভিনব উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষিত তরুণ-তরুণীরা দক্ষ, স্বনির্ভর হতে পারবে। দেশ ও রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।’
  • Link to this news (বর্তমান)