• এনপিএস-ওপিএস নিয়ে তৎপর রেল
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটি বড় অংশের মধ্যে এনপিএস (ন্যাশনাল পেনশন সিস্টেম) এবং ইউপিএস (ইউনিফায়েড পেনশন সিস্টেম) নিয়ে বিতর্ক অব্যাহতই রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনেকেই চাইছেন যাতে, পুরনো পেনশন ব্যবস্থা (ওপিএস) চালু করা হয়। এই সংক্রান্ত টানাপোড়েনের মধ্যেই এবার এনপিএস-ইউপিএস নিয়ে আরও তৎপর হল রেলমন্ত্রক। রেল জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পর আর কোনও বিকল্পই বেছে নেওয়া যাবে না। কীভাবে এনপিএস থেকে ইউপিএসে ‘শিফট’ করা যাবে, তা নিয়ে রেলওয়ে জোন এবং উৎপাদন ইউনিটভিত্তিক প্রায় দু’হাজার সেমিনারের আয়োজন করেছে মন্ত্রক। তবে ইউপিএস থেকে এনপিএসে যাওয়ার জন্য রেল কর্মীদের সুযোগ মিলবে। কিন্তু তা দেওয়া হবে একবারই। বৃহস্পতিবার রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মোট ১ হাজার ৭৯৯টি এই সংক্রান্ত সেমিনারের আয়োজন করেছে।
  • Link to this news (বর্তমান)