• মুফতি গৃহবন্দি!
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • কাশ্মীরে গৃহবন্দি করা হয়েছে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার সকালে হুরিয়ত কনফারেন্সের প্রাক্তন প্রধান আব্দুল গনি ভাটের মৃত্যুতে শোকজ্ঞাপন অনুষ্ঠানে তিনি যাতে না যেতে পারেন, সে কারণেই তাঁকে আটকে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুফতি লিখেছেন, ‘আমি যাতে শোকজ্ঞাপন অনুষ্ঠানে যেতে না পারি, সে কারণে আমাকে আটকানো হয়েছে।’ মেহবুবার পাশাপাশি পিপলস কনফারেন্সের নেতা তথা বিধায়ক সাজাদ লোন, হুরিয়ত কনফারেন্সের বর্তমান চেয়ারপার্সন মিরওয়াইজ উমর ফারুককেও গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ।       
  • Link to this news (বর্তমান)