• বিয়ে করতে এসে খুন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • লুধিয়ানা: প্রবাসী ভারতীয়কে বিয়ে করতে এসে খুন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। গত জুলাই মাসের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়াল। জানা যাচ্ছে, মৃত মার্কিন নাগরিকের নাম রুপিন্দর কাউর পান্ধের (৭১)। ইংল্যান্ড প্রবাসী চরনজিৎ সিং গ্রেওয়ালকে (৭৫) বিয়ে করতে তিনি সিয়াটেল থেকে লুধিয়ানা এসেছিলেন। তারপর হঠাৎই গায়েব হয়ে যান তিনি। গত ২৪ জুলাই থেকে ওই মার্কিন নাগরিকের ফোন বন্ধ ছিল বলে দাবি করেছেন তাঁর বোন কমল কাউর খাইরাহ। ২৮ জুলাই নয়াদিল্লির মার্কিন দূতাবাসে বিষয়টি জানান বোন। তারপরেই স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সম্প্রতি ঘটনায় একজনকে গ্রেপ্তার করবার পরই বিষয়টি প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে খবর, মার্কিন নাগরিককে খুনের ঘটনায় ইতিমধ্যেই সুখজিৎ সিং সোনু নামে মালহা পাট্টির এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় খুনের কথা স্বীকার করেছে সোনু। সে জানিয়েছে পান্ধেরকে খুনের পর ঘরের একটি স্টোররুমে দেহ জ্বালিয়ে দেওয়া হয়।  পুলিশ জানিয়েছে, পান্ধেরের হবু স্বামী গ্রেওয়ালের নির্দেশেই এই কাজ করেছে সোনু। এই জন্য সোনুকে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথাও বলেছিল গ্রেওয়াল।

     প্রাথমিক তদন্তে অনুমান, ভারতে আসার আগেই বিপুল পরিমাণ টাকা গ্রেওয়ালকে পাঠিয়েছিল পান্ধের। সেই টাকার জন্যই খুন হতে হয়েছে মার্কিন নাগরিককে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (লুধিয়ানা পুলিশ)সতিন্দর সিং জানিয়েছেন, ঘটনার পর থেকেই পলাতক গ্রেওয়াল। চলছে।
  • Link to this news (বর্তমান)