নয়াদিল্লি: ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে নিকেশ প্রথম সারির এক মহিলা মাওবাদী। অন্তত ন’টি হিংসার ঘটনায় জড়িত বাস্কি নুপ্পোর (৩৫) মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, গাদিরাস থানা এলাকার গুফদি ও পেরমাপাড়া গ্রামে মাওবাদীদের গতিবিধির খবর পেয়ে জেলা রিজার্ভ গার্ডের একটি বাহিনী বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযান শুরু করে। বাহিনীকে দেখেই হামলা চালায় মাওবাদীরা। পাল্টা গুলিতে দু’পক্ষের লড়াই শুরু হয়ে যায়। এনকাউন্টার থামলে এলাকায় তল্লাশি চালিয়ে বাস্কির দেহ উদ্ধার করা হয়। তিনি মাওবাদী সংগঠনের মালাঙ্গির এলাকা কমিটির সদস্য ছিলেন। সুকমা এবং দান্তেওয়াড়া জেলায় একাধিক নাশকতায় যুক্ত ছিলেন। ওই এলাকা থেকে ৩১৫ বোর রাইফেল, ওয়ারলেস সেট, ডিটোনেটর, জিলেটিন রড, কর্ডেক্স ওয়্যার, গানপাউডার, একটি রেডিও এবং মাওবাদীদের বিভিন্ন সাহিত্য উদ্ধার করা হয়েছে।
এর আগে ১১ সেপ্টেম্বর গরিয়াবন্দ জেলায় বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে সেন্ট্রাল কমিটির সদস্য মোডেম বালাকৃষ্ণ নিহত হন। শুধু তাই নয়, চলতি বছরে মাওবাদী বিরোধী অভিযানে ছত্তিশগড়ে ২৪৭ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে ২১৮ জন শুধুমাত্র বস্তারেই। এছাড়া গরিয়াবন্দে ২৭ এবং মোহলা-মানপুর-অম্বাগড় চৌকি জেলায় দু’জনকে খতম করা হয়েছে।