প্রেমিকের পছন্দ নয়, ৩ বছরের মেয়েকে জলে ফেলে খুন মায়ের
বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
আজমির: ঘুমপাড়ানি গান শুনতে শুনতে মায়ের কোলেই শুয়ে পড়েছিল তিনবছরের মেয়ে। ঘুমন্ত সন্তানকে সঙ্গে নিয়েই হাঁটতে বেরয় ওই মহিলা। তারপরই একরত্তিকে লেকের জলে ফেলে দেয় মা। তাতেই মৃত্যু হয় শিশুকন্যার। রাজস্থানের আজমিরের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু, কেন সন্তানকে মৃত্যুর মুখে ছুড়ে ফেলল মা? জানা গিয়েছে, শিশুটিকে পছন্দ করত না মহিলার প্রেমিক। সেকারণেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই অঞ্জলি নামে ওই ঘাতক-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে।
জানা গিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে আনা সাগর লেকের কাছে অঞ্জলি ও আরও এক যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। প্রশ্ন করতেই ওই মহিলা জানান, সে সন্তানকে নিয়ে বেরিয়েছিল। কিন্তু হঠাৎই শিশুটি নিখোঁজ হয়ে যায়। অনেকক্ষণ ধরে খুঁজলেও কোনও লাভ হচ্ছে না। এরপরই গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। তাতে দেখা যায়, সন্তানকে কোলে নিয়ে আনা সাগরের আশপাশে ঘুরে বেড়াচ্ছে অঞ্জলি। রাত দেড়টা নাগাদও ওই মহিলাকে দেখা গিয়েছে। কিন্তু, সেইসময় তার কোলে সন্তান ছিল না। ফোনে কারও সঙ্গে কথা বলছিল সে। অঞ্জলির কথা ও সিসিটিভি ফুটেজের মধ্যে বিস্তর ফারাক ধরা পড়ে। পরদিন সকালে লেক থেকে শিশুর দেহ উদ্ধার হয়। তারপরই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। তাতেই প্রকাশ্যে আসে হাড়হিম করা হত্যাকাণ্ডের চিত্রনাট্য। জেরায় অঞ্জলি জানিয়েছে, সে বিবাহিত। সেই সূত্রে এক সন্তানও হয়। তার শ্বশুরবাড়ি উত্তরপ্রদেশের বারাণসীতে। কিন্তু, অলোকেশ নামে এক যুবকের সঙ্গে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপরেই সন্তানকে নিয়ে আজমিরে চলে আসে। সেখানে প্রেমিকের সঙ্গেই থাকছিল অঞ্জলি। দু’জনে একই হোটেলে কাজও করত। ওই মহিলার দাবি, তার সন্তাকে পছন্দ করত না অলোকেশ। সেই কারণেই সন্তানকে লেকে ফেলে দিয়েছে। স্বীকারোক্তির পর অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে খুনের মামলা দায়ের হয়েছে। অঞ্জলির প্রেমিক কোনওভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।