বিশেষ সংবাদদাতা, আইজল: মিজোরাম ও মণিপুরে পৃথক অভিযানে মোট ১৪৩ কোটি টাকার টাকার মাদক বাজেয়াপ্ত করল অসম রাইফেলস। এই ঘটনায় তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে অসম রাইফেলস বুধবার রাতে মিজোরামের মায়ানমার সীমান্তে কাঁটাতারহীন চাম্ফাই জেলার জোট গ্রামের কাছে তল্লাশি অভিযান শুরু করে। ঘন জঙ্গলে এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৪ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় ১০৩ কোটি টাকা। অন্যদিকে, আইজলের জেমাবাউকে অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, মণিপুর থেকেও ৪০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।