‘মণ্ডপে মোদির ছবি রাখব না’, অনড় দিল্লির বহু পুজো উদ্যোক্তা, অস্বস্তিতে বিজেপি
বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: পুজো মণ্ডপের মধ্যে কিংবা প্রতিমার পায়ের কাছে নরেন্দ্র মোদির ছবি রাখতে হবে। সম্প্রতি এই আজব ‘ফরমান’ ছিল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিজেপির যে সপ্তাহব্যাপী কর্মসূচি, তার অংশ হিসেবেই এমন নিদান দিয়েছিল বিজেপি সরকার। কিন্তু এই এক ‘আর্জি’র জেরেই যে ব্যাকফুটে যেতে হবে, তা হয়তো ভাবতেও পারেনি দিল্লি বিজেপি। কারণ, দিল্লির পুজো আয়োজকদের একটা বড় অংশ সাফ জানিয়ে দিয়েছে, ‘মণ্ডপে কোনওমতেই নরেন্দ্র মোদির ছবি রাখব না।’ তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ইস্যুতে বিজেপি সরকারের সঙ্গে বিন্দুমাত্র সহমত পোষণ করেনি দিল্লির চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ির পুজো কমিটিও। খোদ কালীবাড়ি কর্তৃপক্ষ এই ব্যাপারে রীতিমতো বেঁকে বসায় স্বাভাবিক কারণেই আরও অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকেই দেশের বিভিন্ন ক্ষেত্রে গেরুয়াকরণের চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। এই গৈরিকীকরণের প্রয়াসে এবার নবতম সংযোজন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উল্লিখিত ভিডিও প্রকাশ্যে আসার পরই কিন্তু সরব হয়েছিলেন সিআর পার্ক কালীবাড়ির পুজো উদ্যোক্তারা। বৃহস্পতিবার আরও একধাপ এগিয়ে কমিটির সাধারণ সম্পাদক রাজীব নাগ ‘বর্তমান’কে বলেন, ‘দুর্গাপুজোয় আমরা কোনও রাজনীতি চাই না। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি কেন? পুজো মণ্ডপে কোনও নেতার ছবিই আমরা রাখব না। তার প্রয়োজনও নেই। পুজো তার জায়গায়। রাজনীতি নিজের জায়গায়। তাছাড়া এই ব্যাপারে কোনও লিখিত নির্দেশিকাও নেই।’ দিল্লির অন্যান্য পুজো উদ্যোক্তারা এক্ষেত্রে প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলেও বেসুর যে সর্বত্রই, সে ব্যাপারে সন্দেহ নেই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুজো আয়োজকদের একটি বড় অংশ সাফ বলেছেন, ‘চিরাচরিত রীতি মেনেই পুজো করা হবে। মণ্ডপে শুধুমাত্র মায়ের মূর্তি থাকবে। থাকবেন মায়ের ছেলেমেয়েরাও। কিন্তু কিছুতেই কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি মণ্ডপে রাখা হবে না। রাজনীতি নিজের জায়গায় থাকুক।’
অবিজেপি রাজনৈতিক দলগুলির অভিযোগ, বাংলাতেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় কোনও মণ্ডপে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নেতানেত্রীর ছবি ব্যবহার হয় না। হয়তো প্রত্যক্ষ কিংবা পরোক্ষে বিভিন্ন পুজোয় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা থাকে। কিন্তু পৃষ্ঠপোষক রাজনৈতিক দলের শীর্ষ নেতানেত্রীর ছবি মায়ের পায়ের কাছে স্থান পাচ্ছে—এমন নজির বিশেষ নেই। ফলে বিজেপির আশঙ্কা, এটি তাদের জন্য ব্যুমেরাং হয়ে উঠতে পারে। ইতিমধ্যে অবশ্য পিছু হটার ইঙ্গিতও দিয়েছে গেরুয়া শিবির। দিল্লি বিজেপির বেঙ্গলি সেলের শীর্ষ নেতা অরুণ মুখোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি কখনওই মোদিজির ছবি মণ্ডপে রাখার কথা বলেনি। তাঁর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে প্রার্থনার আর্জি জানানো হয়েছিল মাত্র। ভুল ব্যাখ্যা করা হচ্ছে।’