• বিসর্জনের আগে দুর্গা উঠবেন টয় ট্রেনে, ঘুরবেন দার্জিলিং, নৃপেন্দ্র নারায়ণ বেঙ্গলি হিন্দুহলের উদ্যোগ
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • সুব্রত ধর, শিলিগুড়ি: দুর্গা সাধারণত কাঁধে ওঠেন। ট্রাক-ম্যাটাডোর-গাড়ি মায় রিকশতেও চাপেন। কিন্তু ট্রেনে ওঠেন এমন খুব একটা শোনা যায় না। এবার দুর্গা উঠছেন ট্রেনে। তাও যে সে ট্রেন নয়। পাহাড়ের বুক চিরে, মেঘ ছুঁয়ে যে ট্রেন যায় সেই টয় ট্রেনে উঠবেন দুর্গা। কু ঝিকঝিক করে দার্জিলিং প্রদক্ষিণ করবে বাংলার মেয়ে উমা।

    দার্জিলিংয়ে শতবর্ষ প্রাচীন নৃপেন্দ্র নারায়ণ বেঙ্গলি হিন্দুহলের পুজোর প্রতিমা বিসর্জনের রীতি অনুযায়ী, পাহাড়ি পথে কাঁধে করে দুর্গাপ্রতিমা নিয়ে শোভাযাত্রা হয়। বহুবছর পর এবার ফের টয় ট্রেনে দার্জিলিং প্রদক্ষিণ করবে দুর্গা। বেঙ্গলি হল থেকে ট্রেন স্টেশন পর্যন্ত তিনি আসবেন মানুষের কাঁধে চেপে। তারপর খেলনা ট্রেন। এর পাশাপাশি কার্নিভালের স্বাদ দিতে পুজোর আয়োজকরা শোভাযাত্রায় রাখছেন কাকদ্বীপের মহিলা ঢাকিদের। একইসঙ্গে দশমীর সিঁদুর খেলা ও বিসর্জনের শোভাযাত্রায় পর্যটকদের শামিল করার পরিকল্পনা করেছেন। 

    দার্জিলিং জেলার শতবর্ষ প্রাচীন পুজোগুলির মধ্যে নৃপেন্দ্র নারায়ণ বেঙ্গলি হিন্দুহলের পুজো অন্যতম। শৈলশহরে বর্ধমান রাজপরিবারের প্রাসাদ আছে। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, একদা এই পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন বর্ধমানের রাজমাতা ও পরিবারের অন্য সদস্যরা। দশমীতে মণ্ডপ থেকে প্রতিমা কাঁধে করে রাজপ্রসাদে নিয়ে যাওয়া হতো। দেবীকে সিঁদুর  পরাতেন বর্ধমানের রানি স্বয়ং। তারপর দুর্গা শহর পরিক্রমা করতেন। চাপতেন টয় ট্রেনে। ঝোরায় হতো বিসর্জন।

    হিন্দুহল ও শ্রীমন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রতাপাদিত্য গুহ বলেন, ‘চাঁদমারিতে পুজো মণ্ডপ। কাঁধে প্রতিমা নিয়ে সেখান থেকে বাজার হয়ে রেল স্টেশন পর্যন্ত করা হয় শোভাযাত্রা। এই রুট প্রায় আড়াই কিমি লম্বা। প্রতিমা  তোলেন প্রায় ৭০ জন। স্টেশন থেকে প্রতিমা ট্রাকে চাপানো হয়। রংবুলের কাছে বাংলাখোলায় হয় বিসর্জন। তবে এবার টয় ট্রেনে প্রতিমা নিয়ে যাওয়া হবে। ৫০ হাজার টাকা দিয়ে ট্রেন ভাড়া করা হয়েছে।’ তিনি জানান, ওদিন শোভাযাত্রার আগে মণ্ডপে সিঁদুর খেলা হবে। তাতে স্থানীয়দের সঙ্গে পর্যটকদেরও শামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বিসর্জনের শোভাযাত্রা ও ঝোরা পর্যন্ত পর্যটকদের নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। এ জন্য একটি ট্রাক ও ১১আসনের চারটি গাড়ি নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)