• ২৭ তারিখের আগেই হবে পুরকর্মীদের বেতন, স্টেডিয়ামে রাসমেলার স্টল বণ্টনে ই-টেন্ডারের সিদ্ধান্ত
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বিতর্ক চায় চায় না পুরসভা। তাই ঐতিহ্যবাহী রাসমেলায় এবার এমজেএন স্টেডিয়ামের মাঠে যেসব স্টল হবে তারজন্য ই-টেন্ডার ডাকা হবে। বিগত বছরে স্টল বণ্টন নিয়ে জলঘোলা হয়েছে। স্টল বণ্টনকে কেন্দ্র করে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগও উঠেছিল। সেই বিতর্ক এড়াতেই বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ে এমজেএন স্টেডিয়ামে স্টল বণ্টন নিয়ে এমনই সিদ্ধান্ত নিল কোচবিহার পুরসভা। শুধু তাই নয়, রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে এবার পুজোর আগেই পুরসভার কর্মীদের বেতন দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হল এদিন। 

    ২৭ সেপ্টেম্বর পুজোর ছুটি পড়ে যাচ্ছে। তার আগেই পুরসভার কর্মীদের বেতন মিটিয়ে দেওয়া হবে। পাশাপাশি অস্থায়ী কর্মীদের বোনাস বৃদ্ধি পাচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বোনাস দু’হাজার টাকা থেকে বৃদ্ধি করে আড়াই হাজার টাকা করা হয়েছে। ডেঙ্গু, ম্যালেরিয়া রোধে যে কর্মীরা কাজ করেন তাঁদের বোনাস এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হচ্ছে। পুরসভার যেসমস্ত কর্মী ৫২ হাজার টাকার বেশি বেতন পান তাঁরা বোনাস পান না। তবে তাঁরা আবেদন করে ২০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম নিতে পারবেন। 

    এদিকে, পুজো মিটলেই কোচবিহারে রাসমেলার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তাই এখন থেকেই প্রস্তুত হচ্ছে পুরসভা। এদিনের বোর্ড মিটিংয়ে তাই রাসমেলায় এমজেএন স্টেডিয়ামের স্টল বণ্টনের ব্যাপারে ই-টেন্ডার ডাকার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হল। স্বচ্ছতা বজায় রাখতে এবং সমস্ত ধরনের বিতর্ক এড়াতেই পুরসভা এই সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে। বোর্ড মিটিংয়ে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন চেয়ারম্যান ভূষণ সিং সহ কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। 

    চেয়ারম্যান বলেন, ২৭ সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি। তার আগেই শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়া হবে। আমাদেরও সিদ্ধান্ত হল রাজ্য সরকার যে তারিখে বেতন দিচ্ছে তার মধ্যেই আমাদের কর্মীদেরও বেতন দেওয়া হবে। অস্থায়ী কর্মীদের বোনাস ৫০০ টাকা বাড়ানো হয়েছে। পুরসভা পরিচালিত নিবেদিতা স্কুলের স্টাফ ও নির্মল সাথীদের ৫০০ টাকা করে বোনাস দেওয়া হবে। রাসমেলায় স্টেডিয়াম মাঠের স্টলের ই-টেন্ডার করা হবে। পুজোয় প্লাস্টিক বর্জন থেকে শুরু করে জলের অপচয় বন্ধ সহ একাধিক বিষয়ে সচেতনতামূলক প্রচার ও সাফাই অভিযান চলবে আমাদের।  পুরসভার বোর্ড মিটিং। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)