• রাজস্থানের উমেদ ভবন প্যালেসের আদলে প্যান্ডেল, নজর কাড়বে পঞ্চানন স্মৃতি সংঘ
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • শ্যামল পাল, বাগডোগরা: শিবমন্দিরের ১৪২ বছরের পুরনো সরোজিনী সংঘের এ বছরের থিম ‘পুজোর গন্ধ’। শিবমন্দির পঞ্চায়েত রোডে এই পুজোকে ঘিরে এলাকাবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। ব্রিটিশ শাসনকাল থেকে এলাকায় হয়ে আসা সরোজিনী সংঘের পুজো প্রথমে ছোট্ট গ্রামীণ সাজে হয়ে আসলেও, বর্তমানে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এলাকাবাসীর উৎসাহ ও উন্মাদনা থাকে এই পুজোয়। এবছর পুজোর গন্ধ ও আমেজ ফুটিয়ে তুলতে ধুনচি, নারকেলের ছোবা, শাড়ি-ধুতি থাকবে মণ্ডপে। পুজো কমিটির যুগ্ন সম্পাদক মনোজ আইচ বলেন, আমাদের এই পুজোকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকে। প্রাচীন ঐতিহ্য তুলে ধরতে এবছর থিম ‘পুজোর গন্ধ’। আশা করছি এবারও দর্শকদের আমাদের পুজো মণ্ডপ পছন্দ হবে। 

    অপরদিকে, শিবমন্দির চড়ক মাঠে পঞ্চানন স্মৃতি সংঘের ২৭তম বর্ষে এবছরের বিশেষ আকর্ষণ রাজস্থানের উমেদ ভবন প্যালেস। কাপড়ে নানান রং করে সেই প্যালেসের আদলে মণ্ডপ তৈরির কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। শিবমন্দির সহ পার্শ্ববর্তী এলাকার প্রচুর দর্শনার্থী ভিড় করেন পুজো মণ্ডপে। প্রায় ১৩ লক্ষ টাকা বাজেটে মণ্ডপের পাশাপাশি প্রতিমা ও আলোকসজ্জাতেও বিশেষ চমক থাকছে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুপ্রিয় দাস বলেন, দর্শনার্থীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থার পাশাপাশি একাধিক সমাজসেবামূলক কর্মসূচি রয়েছে। এবছর রাজস্থানের উমেদ ভবন প্যালেস দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী আমরা। সময় কম, তাই জোরকদমে কাজ চলছে। আশা করছি, সময়ের আগেই মণ্ডপ তৈরি হয়ে যাবে।  পঞ্চানন স্মৃতি সংঘের মণ্ডপ তৈরি হচ্ছে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)