• প্রাচীন মায়াপুরে কানে কামড় মদ্যপ যুবকের, শ্রবণেন্দ্রিয় খোয়ানোর জোগাড় প্রৌঢ়ের
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: অন্যের উপকার করতে গিয়ে নিজের কানটাই খোয়াতে বসেছিলেন ভোলানাথ হালদার। নবদ্বীপের প্রাচীন মায়াপুর শ্রীচৈতন্য কলোনির বাসিন্দা ভোলানাথ এখন বাম কানে ব্যান্ডেজে বেঁধে ঘুরছেন। মদ্যপ  যুবকের মারের হাত থেকে এক ব্যক্তিকে বাঁচাতে গিয়েছিলেন ভোলানাথ। সেই মদ্যপ যুবক ভোলানাথের কানে কামড়ে দেয়। গুরুতর চোট লাগে কানের লতিতে। রক্তাক্ত অবস্থায় ভোলনাথকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারবাবুদের কল্যাণে ভো।লানাথের কানটি বাঁচে। 

    এই ঘটনা নবদ্বীপ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর জাতীয় বিদ্যালয় পাড়ায় ঘটেছে গত বুধবার। জখম ভোলানাথ হালদার মদ্যপ যুবক অমর রাজবংশীর নামে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

    প্রাচীন মায়াপুর শ্রীচৈতন্য কলোনির বাসিন্দা ভোলানাথ হালদারের অভিযোগ, বুধবার সন্ধ্যায় তিনি বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। দেখি মেয়েদের জাতীয় বিদ্যালয় স্কুল মাঠের কাছের রাস্তায় শ্রীচৈতন্য কলোনির মদ্যপ যুবক অমর রাজবংশী ও জাতীয় বিদ্যালয় পাড়ার পাঁচুগোপাল হালদারের মধ্যে তর্ক আর মারামারি হচ্ছে। আমি ওদের মারামারি থামাতে যাই। ওদের দুজনকে ঠেকিয়ে দিয়ে আমি বলি, সবাই বাড়ি চলে যাও। কিন্তু অমর রাজবংশী আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। হঠাৎই আমার বাম কানে সজোরে কামড়ে দেয়। কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। পথচারীরা প্রতিবাদ করলে অমর পালিয়ে যায়। আমি কোনওমতে নবদ্বীপ হাসপাতালে গিয়ে চিকিৎসা করাই। আমি চাই পুলিশ যথোপযুক্ত তদন্ত করে অভিযুক্তকে শাস্তি দিক। আতঙ্কিত ভোলানাথ আরও জানান, অমর ছেলেটি ভালো না। আমি যখন থানায় অভিযোগ করতে এসেছি, তখন অমর আবার ওই এলাকায় এসে হুমকি দিয়ে যায় যে, আমাকে খুন করবে। এই ঘটনা শোনার পরে আমার দুই ছেলে ও স্ত্রী খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। কেন না বিভিন্ন এলাকায় অমরের বিরুদ্ধে গন্ডগোলের অনেক অভিযোগ রয়েছে। সন্ধ্যার পর আবার অন্য এক জায়গায় গন্ডগোল করেছে। শুনেছি তারাও অমরকে খুঁজছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমর রাজবংশী একটি কারখানায় কাঁসা-পিতলের বাটি তৈরির কাজ করে। কিন্তু প্রায় সময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকে। নেশা করে  গন্ডগোল করে। কেউ যদি প্রতিবাদ করে তবে তার ওপরে চড়াও হয়। অশ্লীল ভাষায় গালিগালাজ করে এলাকায় উত্তেজনা ছড়ায়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)