• আরামবাগে হস্টেলে ঘর বরাদ্দ নিয়ে বাড়ছে উদ্বেগ, সোমবার থেকে ডাক্তারির নতুন ব্যাচের পঠনপাঠন
    বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পুজোর আগে আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে ডাক্তারি পড়ুয়াদের নতুন ব্যাচের পঠনপাঠন। নতুন করে ১০০জন ছাত্রছাত্রীকে নিয়ে তা শুরু হবে। তার জন্য চলছে তোড়জোড়। পড়ুয়াদের চলতি বছরে হস্টেলে ঘর বরাদ্দ করেছে মেডিক্যাল কর্তৃপক্ষ। কিন্তু, আগামী বছর থেকে হস্টেলে ঘর বণ্টন নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা রয়েছে। তাই নতুন হস্টেল নির্মাণের প্রস্তাবও পাঠাচ্ছে আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ। 

    আরামবাগ মেডিক্যালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলেন, বর্তমানে তিনটি ব্যাচের ছাত্রছাত্রীরা পড়ছেন। এবার চতুর্থতম ব্যাচের পঠনপাঠন সোমবার থেকে শুরু করা হবে। এক একটি ঘরে তিনটি করে বেড পড়ুয়াদের জন্য দেওয়া হয়েছে। কিন্তু, আগামী শিক্ষাবর্ষ থেকে হস্টেলের ঘরে স্থান কম হতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন হস্টেল নির্মাণের আর্জি জানানো হয়েছে। অনুমোদন এলেই কাজ শুরু হবে। 

    মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, আগে আরামবাগ মহকুমা হাসপাতাল ছিল। ২০২২ সালে মহকুমা হাসপাতাল চত্বরেই মেডিক্যাল কলেজ গড়ে ওঠে। ডাক্তারি পড়ুয়া ভর্তিও হয়। সেই বছর থেকেই আরামবাগ মেডিক্যালে আসন সংখ্যা ১০০ টি রাখা হয়। ইতিমধ্যেই গত তিন বছর ধরে সেখানে মেডিক্যালের পড়ুয়ারা পঠনপাঠন করছেন। চলতি শিক্ষা বর্ষে নতুন করে আরও ১০০জন পড়ুয়া ভর্তি হয়েছেন। ভিনজেলা ও রাজ্য থেকে পড়ুয়ারা আরামবাগে পড়তে আসেন। মেডিক্যাল কর্তৃপক্ষ তাঁদের জন্য হস্টেলের সুবিধাও রেখেছে। তবে বর্তমানে পড়ুয়া ছাড়াও ডাক্তারির সঙ্গে যুক্ত অনেকেই হস্টেলে থাকেন। ফলে আগামী বছর থেকে হস্টেলের ঘর বরাদ্দ কীভাবে হবে, তা ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। তাই হস্টেল নির্মাণ নিয়ে আগাম পরিকল্পনা নিচ্ছে মেডিক্যাল কর্তৃপক্ষ।

    মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, আগের তুলনায় আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপর রোগীর চাপ বাড়ছে। আরামবাগ মহকুমা ছাড়াও মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার একাংশের বাসিন্দারাও আরামবাগ মেডিক্যালে নিয়মিত আসেন। আউটডোরের পাশাপাশি রোগীর ভর্তির সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। ইতিমধ্যেই মেডিক্যাল কর্তৃপক্ষ ডাক্তারি পঠনপাঠনের জন্য আসন সংখ্যাও বৃদ্ধির প্রস্তাবও পাঠিয়েছে। 

    মেডিক্যালের এক আধিকারিক বলেন, হস্টেলে  ছাত্রছাত্রীদের পাশাপাশি ইন্টার্ন, জুনিয়র ডাক্তার, হাউস স্টাফরাও থাকেন। মেডিক্যাল কলেজ হওয়ায় প্রত্যেক বছরই সংখ্যা বাড়ছে। তাই আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত ভবন প্রয়োজন।
  • Link to this news (বর্তমান)