রাসবিহারী ঘোষের জন্মভিটে হস্তান্তরিত জেলা প্রশাসনকে
বর্তমান | ১৯ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাসবিহারী ঘোষের বসতভিটে সহ ২৩ শতক জায়গার দলিল জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হল। বৃহস্পতিবার রাসবিহারী ঘোষ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে জমি হস্তান্তর করা হয়। বিশেষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ, পুলিস সুপার সায়ক দাস, বিধায়ক নবীনচন্দ্র বাগ। জেলাশাসক বলেন, রাসবিহারী ঘোষের বসতবাড়ি অনেকদিন সংস্কার হয়নি। উন্নয়নের কাজ আমরা অনেক আগে করতে চেয়েছিলাম। জমি সরকারি ছিল না। সেই কারণে রক্ষণাবেক্ষণ করা যাচ্ছিল না। এবার সেই কাজ করতে অসুবিধা হবে না। পরবর্তীকালে মিউজিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। নতুন প্রজন্ম এখানে এসে অনেক কিছু জানতে পারবে।
জেলা প্রশাসনের কাজে খুশি পূর্ব বর্ধমানের বাসিন্দারা। স্থানীয়রা বলেন, বাড়ি ভেঙে পড়তে বসেছিল। দরজা, জানালা অস্তিত্ব হারিয়েছে। বাড়ির চারদিকে আগাছায় ভরে গিয়েছে। বাড়িটি দেখতে এসে অনেকেই হতাশা প্রকাশ করেন। অথচ সমাজে রাসবিহারী ঘোষের অবদান অনস্বীকার্য। দেশের গর্ব ছিলেন তিনি। রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী হিসেবে তিনি পরিচিত ছিলেন। খণ্ডঘোষের তোড়কোনা গ্রামে তাঁর জন্ম হয়েছিল। এলাকার বাসিন্দারা বহুদিন ধরেই বাড়িটি হেরিটেজ ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। জেলা প্রশাসন পদক্ষেপ নেওয়ায় গ্রামের বাসিন্দারাও খুশি। এদিন জেলাশাসককে দলিল হস্তান্তর করেন রাসবিহারী ঘোষ স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক পঞ্চানন দত্ত।-নিজস্ব চিত্র